অসামাজিক কার্যকলাপে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাময়িক বহিষ্কার

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:১৪ পূর্বাহ্ণ

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ম্যাসেজ পার্লার থেকে আটক ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল কাইয়ুম সৌরভকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড শাখার সভাপতি শেখ মনছুর আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত বুধবার সন্ধ্যা ৬টায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর মেহেদিবাগ এলাকার একটি ম্যাসেজ পার্লার থেকে আটক হন আবদুল কাইয়ুম সৌরভসহ ১৮ জন নারীপুরুষ। গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করে চকবাজার থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নির্দেশনায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভকে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে দোষী সাব্যস্ত প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচার মহাসড়কে ১০ মাসে ১৮৪ কোটি টাকার টোল
পরবর্তী নিবন্ধআদালতে আরেক আসামির আত্মসমর্পণ কারাগারে প্রেরণ