নগরীর ডবলমুরিং থানাধীন হক টাওয়ার নামের একটি আবাসিক হোটেল থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১৪ জন নারী-পুরুষ ও দুইজন হোটেলের কর্মকর্তা-কর্মচারী। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অভিযোগের ভিত্তিতে হক টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে তামজিদুর রহমান ও লিটন কান্তি দাশ নামের দুইজন হোটেলের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।