অসামপ্রদায়িক সোনার বাংলা গড়তে সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভায় সুজন

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

সিটি করপোরেশনর সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ৩০ লাখ শহিদ ও দু’লাখ নির্যাতিত মা-বোনের সম্ভমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। জাতির পিতা যে অসামপ্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনির সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ছৈয়দ, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মিজান, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদ আহমেদ, সমাজসেবক ফরিদ মাহমুদ। সভায় আরো বক্তব্য রাখেন কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, হাসান মোহাম্মদ আবু হান্নান, সৈয়দ ওমর ফারুক, সৈয়দ মইনুল আলম সৌরভ, জয়নুদ্দিন জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব কর্ণফুলী ও অনিরুদ্ধ বড়ুয়া মেমোরিয়াল ট্রাস্টের বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের জরুরি সভা