কোতোয়ালী থানা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে জেএম হল প্রাঙ্গণে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সংবর্ধনা সভা গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। থানা পূজা পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, অসামপ্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত ও আলোকিত সমাজ গড়তে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা না থাকলে মানবিক গুণাবলী ঊধাও হয়ে যায়। সত্যিকারের ধার্মিক মানুষ কখনো অনৈতিক কাজ করতে পারে না। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মনতোষ ঘোষ মনা, অ্যাড. কাঞ্চন বিশ্বাস, অধ্যাপক অঞ্জন দাশ, রত্নাকর দাশ টুনু, উত্তম সিং হাজারী, অশোক দেব লিটন। প্রেস বিজ্ঞপ্তি।