আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, জাতির পিতার প্রদর্শিত অসামপ্রদায়িক চেতনা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে, সম্মানের সঙ্গে পালন করছে। কর্ণফুলী উপজেলার ৩৬টি খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারের মাঝে রোববার বড়দিন উৎসব উপলক্ষে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান অনুষ্ঠানে ওয়াসিকা আয়শা খান একথা বলেন। খবর বাসসের।
ওয়াসিকা আয়শা খান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা–দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছেন। আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলকে হাতে হাত মিলিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।