অসাধু ব্যবসায়ীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান

ক্যাবের প্রস্তুতি সভা

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ’২২ উদযাপনে ক্যাব চট্টগ্রামের প্রস্তুতি সভা গতকাল রোববার বিকালে নগরীর চান্দগাঁও আ/এস্থ ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন, করোনাকাল শুরুর পর থেকে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজারে কারসাজি করে অস্থিরতা তৈরি করতে থাকেন। যার কারণে চালের দাম দীর্ঘ দুই বছর ধরেই অস্থির। এ সুযোগে ব্যবসায়ীরা আলু, পেঁয়াজ, ডাল, আটা-ময়দা একেকবার একেকটা পণ্যের বাজারে আগুন ধরাচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট সংস্থার লোকজন অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধের পরিবর্তে তাদের কর্মকাণ্ডকে বৈধতা প্রদানে সাধারণ মানুষের ওপর নানা অভিযোগ তুলছেন। বক্তারা আরো বলেন, রমজানকে সামনে রেখে দাম বাড়েনি এমন পণ্যের তালিকা খুঁজে পাওয়া কঠিন। এ সময় বক্তারা গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান জানান। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সহ-সভাপতি হাজী আবু তাহের, ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকরি ফেরত পেতে রিট করলেন দুদকের শরীফ
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে ১৮০তম সিন্ডিকেট সভা