লায়ন্স জেলা ৩১৫ বিঃ, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষের ‘মানবতায় মানবসেবায় ডাককে’ প্রতিপাদ্য করে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল অসহায় ৮শ পরিবারের মাঝে ভালবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে। হিলভিউ পাবলিক স্কুল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের স্থায়ী প্রকল্প ‘লায়ন্স ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ শেরশাহ বাংলাবাজার এ দুটি পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি লায়ন ফাতেমা ইসমত আরা চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশ এর ১ ম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন।
আরও উপস্থিত ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আসরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জেলা জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম, লায়ন কোহিনুর কামাল, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ক্লাব সেক্রেটারী লায়ন এস. এম. জুবায়ের, ক্লাব ট্রেজারার লায়ন জুনায়েত রহমান রিফাত, লায়ন তানভীর, লায়ন ফজলুর রহমান অপু, লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট লিও আফিফা ইসলাম, লিও ডিস্ট্রিক ভাইস-প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, লিও ডিস্ট্রিক ট্রেজারার লিও ইসমাইল আলভী, লিও দিপ্ত দে, লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রেসিডেন্ট লিও মেহেদী হাসান প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন হিলভিউ বয়েজ ক্লাবের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।