অসহায় ৬শ মানুষ পেল ত্রাণ

হাজী আবদুল হান্নান ট্রাস্ট ও লায়ন্স ক্লাব চিটাগাং সিটির উদ্যোগ

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:৪৩ পূর্বাহ্ণ

হাজী আবদুল হান্নান ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে গতকাল শনিবার ৬শ অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। খুলশী কলোনি মসজিদ চত্বরে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ সাগর, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়া ও অক্টোবর সেবা মাসের সেক্রেটারি লায়ন আবু মোরশেদ। এছাড়াও হাজী আবদুল হান্নান ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক এবং হাজী আবদুল হান্নানের সন্তান যথাক্রমে শহীদ হান্নান, সাব্বির হান্নান, ওমর হান্নান, আরিফ হান্নান, তারিক হান্নান, রাসেল হান্নান এবং ফয়সাল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির প্রেসিডেন্ট লায়ন রাজেষ চৌধুরী। ট্রাস্টের পরিচালক ওমর হান্নান জানান, করোনার শুরু থেকেই তারা অসহায় মানুষের পাশে ছিলেন। এছাড়াও লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটিকে ধন্যবাদ জানান তিনি। শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ট্রাস্টের পরিচালকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেগাফ্রেডোর খাবার মিলবে অ্যাপসে
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে মনজুর আলমের বস্ত্র বিতরণ