লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর : লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে খাগড়াছড়িস্থ নবনির্মিত রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রমে অসহায় শীতার্ত মানুষের মাঝে গত ২৮ ডিসেম্বর কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব চিটাগাং মহানগরের প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্যের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন জেলা ৩১৫–বি৪ এর জিএমটি কোর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, অজয় কৃষ্ণ দাশ মজুমদার, লায়ন দুলাল কান্তি মজুমদার, ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দী। আরো উপস্থিত ছিলেন লায়ন তপন দত্ত, লায়ন পরিমল কান্তি দাশ, লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন প্রকৌশলী ঝুলন কুমার দাশ, লায়ন লিটন দে, লায়ন নারায়ণ চন্দ্র ব্রহ্মণ, লায়ন সুব্রত ভৌমিকসহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ।

হাটহাজারী মির্জাপুর : হাটহাজারী প্রতিনিধি জানান, মির্জাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আমেরিকায় অবস্থানকারী বিপুলানন্দ ভিক্ষু পক্ষ থেকে জাহানপুর নিবাসী উত্তম বড়ুয়া তত্বাবধানে, ধর্মানন্দ–ধর্মপ্রিয় স্মৃতি ট্রাস্টের সার্বিক সহযোগিতার এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বিহার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। লায়ন অনুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব পতি বড়ুয়া বিশু, লোকনাথ বড়ুয়া, অনিল বড়ুয়া, প্রভা রানী বড়ুয়া, নিখিল বড়ুয়া, কিরন বড়ুয়া, দিপু চন্দ্র বড়ুয়া, দিগন্ত বড়ুয়া, অপু চৌধুরী প্রমুখ।











