মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন এমএসকে ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসহায়, হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, সেহেরী, ইফতারী, ঈদবস্ত্র, ঢেউটিন, নগদ টাকা, বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহে সাহায্য ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নগরীর কয়েকজন বিধবা অসহায় রোগী ও বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষা–সংগঠক মাওলানা এম সোলাইমান কাসেমী, ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাফ্ফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরী, শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ এনামুল হক সিরাজ মাদানী, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ইমরানুল হক প্রমুখ।
ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাফ্ফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবাধিকার সংগঠক আলহাজ্ব লায়ন মুহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, এমএসকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা ফাউন্ডেশনের যাত্রার শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।