সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি সংগঠনের এক সভায় সমাজের এক অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ুন কবির, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, লায়ন এএম কামাল উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোমিনুল হক, লায়ন সন্তোষ কুমার নন্দী, রাশেদুল আলম মামুন, রোটারিয়ান আনজুমান আরা বেগম, জাফর ইকবাল, জাহেদা আক্তার মিতা, মৃণাল কান্তি দত্ত, নাসরিন হক, মো. আবদুর রহমান মনি, জোবাইদা খানম তানজু, মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, হেফাজ উদ্দিন আহমেদ, সাহিদা আখতার।
প্রধান অতিথি বলেন প্রয়াস জন্মলগ্ন থেকে সমাজের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত এবং কম ভাগ্যবান মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তিনি দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের।









