অসহায় মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব

জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ওরশ শরীফে সৈয়দ হাসান মাইজভাণ্ডারী (মজিআ)

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আধ্যত্মিক মনীষী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডরী (ক.) এর ৩৪ তম বার্ষিক ওরশ শরীফ গতকাল বুধবার মাইজভাণ্ডার দরবার শরীফে লাখো ভক্তের মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার রাতে প্রধান দিবসের মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মজিআ)। এদিকে দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত জনতার জিকির, জেয়ারত, দরূদ শরীফ পাঠ, সেমা মাহফিল হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) রওজা প্রাঙ্গণে দেখা যায়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও একই হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বার্ষিক ওরশ শরীফ বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে। এতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করেন। মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিল, শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও মহানগরসহ বিভিন্ন জেলা-উপজেলা শাখার উদ্যোগে ওরশ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।
ওরশের প্রধান আলোচনা সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, অসহায় মানুষকে সেবা করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জিত হতে পারে। সাধনার গুণে কাদেরীয়া, চিশতিয়া, নকশে বন্দেীয়া, মোজাদ্দেদিয়া তরিকার সমন্বয়ে মাইজভাণ্ডারী তরিকা প্রবর্তন করে হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)। সে তরিকায় সকল ধর্মের বর্ণের মিলনের পথ আছে। তাই আশেক ভক্তরা আল্লাহর অলিদের দরবারে ছুটে আসেন। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ছিলেন মজলুম মানুষের ঠিকানা ও আশা ভরসার প্রতীক। তার প্রদর্শিত পথ অনুসরণ তথা ত্যাগী জীবন গঠনে সবাইকে এগিয়ে আসা দরকার।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপাকিস্তানপ্রেমীদের ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে