লায়নিজমের মূলমন্ত্রই হচ্ছে মানুষের সেবা করা। সেবার মাধ্যমে লায়ন্স সদস্যরা অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করেন। লায়ন রূপম কিশোর বড়ুয়া সেই লায়ন্স সদস্যদের অগ্রদূত। যিনি এক সন্তান হারিয়ে সমাজের অবেহলিত লাখো সন্তানকে নিজের সন্তান করে নিয়েছেন। জাত পাতের কোনো বিবেচনা না করে লায়ন রূপম কিশোর বড়ুয়া অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। এটাই লায়নিজম। গতকাল মঙ্গলবার রাউজানের পাহাড়তলী ইউনিয়নের মহামুনী গ্রামে লায়ন রূপম কিশোর বড়ুয়ার বাড়িতে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এ অনুষ্ঠানের আয়োজন করে। সাবেক লায়ন্স জেলা গভর্নর এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়ার পুত্র অনিরুদ্ধ বড়ুয়া অনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন আবু বক্কর সিদ্দিকী, পারিহা আকতার, গাজী লোকমান হোসেন চৌধুরী, জহির উদ্দিন আহমেদ, লায়ন নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউছুপ, লায়ন আবু মোরশেদ, লায়ন তাহের আহমেদ, লায়ন তারেক কামাল, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, লায়ন শুভনাজ জিনিয়া, লায়ন সাইফুল ইসলাম, লায়ন দুলাল কান্তি বড়ুয়া প্রমুখ।