অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

বিভিন্ন স্থানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

| শনিবার , ৮ মে, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

মোছলেম উদ্দিন আহমদ এমপি : দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি গতকাল ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে সরকার খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বছরের ন্যায় এবারও সরকার ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, কাউন্সিলর মোবারক আলী, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন, আনোয়ারুল ইসলাম বাপ্পী, বোয়ালখালী মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, কাজী আহসান ইকবাল, মোহাম্মদ আলমগীর, তসলিম উদ্দিন, মিজানুর রহমান, মামুনুর রশিদ, শরীফ হোসেন, সাফুদ্দিন, ইমতিয়াজুল কাদের সানী, আকিল ইবনে হাবীব, মহিম উদ্দিন, রেজাউল করিম প্রমুখ।
মাস্টার নজির আহমদ ট্রাস্ট : বাঁশখালী প্রতিনিধি জানান, মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ট্রাস্টের খাদ্য কর্মসূচির আওতায় বাঁশখালীর ছনুয়া ও চাম্বল ইউনিয়নের প্রায় ২৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে ট্রাস্টের পরিচালক মাওলানা মফিজুর রহমান উপস্থিত থেকে কার্যক্রম সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ চৌধুরী, ট্রাস্ট প্রতিনিধি মাস্টার ফেরদৌস আক্তার, চাম্বলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের, শিক্ষক মাহফুজুর রহমান প্রমুখ।
এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ : ৩৮ নং ওয়ার্ডে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদ মাহমুদ। নুরুজ্জামানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপন মিয়া। শাহনেওয়াজ আহমেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী ইব্রাহিম, হোসেন সরোয়ার্দী, আশরাফুল গনি, নাজমুল হাসান রুমি, আনিস, রিপন, মাহবুবুল আলম সুমন প্রমুখ।
চট্টগ্রাম জেলা পরিষদ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় সাড়ে তিনশ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ইছাখালী এলাকায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী।
এ সময় রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর মো. আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন, সুদত্ত বড়ুয়া, সেলিম চৌধুরী, রঞ্জন বড়ুয়া, মোকাররম হোসেন, আজম তালুকদার, নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : নগরীর অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিকর্মীদের ঈদ উপহার দিয়েছে চট্টগ্রাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। গতকাল শুক্রবার বিকালে পাহাড়তলীতে মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যালয়ে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জোটের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশরের নির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও ভারপ্রাপ্ত কমান্ডার এস এম লিয়াকত হোসেন।
এতে আরো অংশ নেন মানবাধিকার নেতা মো. হাসান মুরাদ, সাথী কামাল, পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, আবু হানিফ জনি, সাজেদা বেগম সাজু ও মো. কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মুখপাত্র স ম জিয়াউর রহমান। বক্তব্য দেন আঁচল চক্রবর্তী, কেফায়েত উল্লাহ আরকান, শিল্পী হানিফ চৌধুরী, শিউলী আক্তার, মানবাধিকার কর্মী আয়েশা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আতব্বর হোসেন, মো. রফিক, বাসু নাগ প্রমুখ।
এনায়েত বাজার: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে ২শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে গোয়ালপাড়া ডায়াবেটিক হাসপাতাল মাঠে নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্ত্বাবধানে এসব উপহার বিতরণ করা হয়।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল মনু, বিপু ঘোষ বিলু, সুজিত ঘোষ, মো. রফিক, কবির আহম্মেদ, নেজাম উদ্দীন, সিরাজুল ইসলাম, মোর্শেদ আলম, দেলোয়ার হোসেন রুবেল, আবু তাহের রানা, মাহমুদুল করিম, আনোয়ার পলাশ, আব্দুল্লাহ আল সাইমুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা রনক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে গতকাল চকবাজার টাক শাহ মিয়া মাজারের এতিম শিক্ষার্থীসহ ভাসমান মানুষদের মাঝে সেহেরি বিতরণ করা হয়। চকবাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি আওরাজ ভূঁইয়া রনকের উদ্যোগে বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হাবিবুর রহমান তারেক। আরো অংশ নেন ওমর গনি এমএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক হাসান আলি, চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম ইরাক, জসীম উদ্দিন সুমন, মো. নাসির উদ্দিন, রাইসুল ইসলাম আকাশ, ফরহাদ, মাসুদ, এম এ কামরুল, শাহাদাত হোসেন, ধ্রুব ভট্টাচার্য, জয় চন্দ্র পিয়াল প্রমুখ।
দেলোয়ার হোসেন : মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ উপ-পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন ফরহাদের উদ্যোগে গতকাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান ও সালাউদ্দিন আহমেদ, সাদেক হোসেন পাপ্পু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম, আনসারুল হক, অ্যাডভোকেট নোমান চৌধুরী, আবুল খায়ের বাচ্চু, আনিসুজ্জামান প্রমুখ অংশ নেন।
সাতকানিয়া : চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার সাতকানিয়ার বিভিন্ন এতিমখানা ও অসহায় ২০০শ পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান এসব সামগ্রী বিতরণ করেন। সাতকানিয়া ইউএনও নজরুল ইসলাম, এসিল্যান্ড বশিরুল ইসলাম আলমগীর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মনতাজ, সাধারণ সম্পাদক আনজুমন আরা বেগম প্রমুখ বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
রশিদাবাদ প্রবাসী কল্যাণ সমিতি : পটিয়া উপজেলায় রশিদাবাদ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে শোভনদন্ডী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মসজিদের খতিব, এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর খালেদ, এসএম হারুন, প্রভাষক ইলিয়াছ চৌধুরী, শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন আল কাদেরী, সিরাজুল ইসলাম ও আবদুর রহিম, খতিব মনির হোসেন তৈয়বী ও আহমদ হোসেন কাশেমী, সোলাইমান প্রমুখ।
জামাল উদ্দিন চৌধুরী, আলী ছিদ্দিকী পেয়ারু, লোকমান রোমান, আবুল কালাম রানা, দেলোয়ার হোসেন, ফজলুর রহমান রবিন, জানে আলম আজাদ, আবদুস সালাম, মো. আলমগীর ও শাহেদুল আলম এই কার্যক্রমে সহায়তা করেন।
মহানগর স্বেচ্ছাসেবকলীগ : মহানগর স্বেচ্ছাসেবকলীগের আপ্যায়ন উপ পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ফ্রি সবজি বিতরণের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধন দাশ, ওসমান গণি মানিক, আব্দুল আজিজ, আবু তাহের, মকসুদ আলী, আসিবুল আলম, সাইফুল ইসলাম মামুন, ওমর ফারুক, অসিম চক্রবর্তী, মো. সালাউদ্দীন, রুবেল আহমেদ বাবু, আব্দুল্লাহ আল মামুন, সুজয়মান বড়ুয়া জিতু, মো. নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল বাকী স্মৃতি সংসদ : মরহুম আব্দুল বাকী স্মৃতি সংসদের চেয়ারম্যান নারীনেত্রী জেসমিন আক্তার জেসি গত বৃহস্পতিবার নগরীর একটি এতিমখানায় সেহেরি বিতরণ করেন।
করোনার প্রকোপের শুরু থেকে সাবেক মেয়র আ জ ম নাছিরের পক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন জেসি।
মহানগর ছাত্রদল : গতকাল চট্টগ্রামে বিএনপির আন্দোলন-সংগ্রামে নিহত, গুম ও নির্যাতিত হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার দেয়া হয়। মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন শাহেদ, সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, নূর জাফর, নাঈম রাহুল, আল মামুন সাদ্দাম ও আবু হাসনাত জুয়েল।
বাড়বকুণ্ড ও কুমিরা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান ,গতকাল বাড়বকুণ্ড ও কুমিরা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৫শ টাকা করে এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল স্ব-স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপহার তুলে দেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী ও কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোতাহের হোসেন, ইউপি সচিব আজিজুর রহমান চৌধুরী জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, নাসির উদ্দিন সেলিম, জামাল উল্লাহ, মহিউদ্দিন মিয়াজি, ইব্রাহিম খলিল ইকরাম, কুমিরা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, ইউপি সচিব শোভন ভৌমিক, ইউপি সদস্য আলাউদ্দিন, খোরশেদ আলমদিলুয়ারা, ফাতেমা বেগম, জসীম উদ্দিন, খুরশীদ আলম, সালাহউদ্দিনসহ প্রমুখ।
টেকনাফ পৌর তাঁতীলীগ : টেকনাফ প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার টেকনাফ পৌর তাঁতীলীগের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ শফিকের সভাপতিত্বে বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সায়েদ আমিন নিশান।
ইসলামী যুব কাফেলা : হাজী সালেহ জহুর মাফুলা ফাউন্ডেশন ও ইসলামী যুব কাফেলার যৌথ উদ্যোগে গত ৫ মে পতেঙ্গা রাজারপুকুরস্থ সংগঠনের কার্যালয়ে ঈদ উপহার বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারম্যান মো. ফোরকানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মো. লোকমান, নুরুল হুদা জুজু, রুমি আকতার, ইয়াসমিন আকতার, নারগিস আকতার, জসিম উদ্দিন, মো. ফোরকান প্রমুখ।
সিদ্দিক রেজওয়ানা ফাউন্ডেশন : গতকাল নগরীর চৌমুহনী, শেখ মুজিব রোড, দেওয়ানহাট, আগ্রাবাদসহ বেশ কিছু এলাকায় ভাসমান মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক। এ সময় মুহাম্মদ শাহ আলম, নুরুল আবসার, জহিরুল ইসলাম, রেজাউল করিম রিটন, আজিজুর রহমান, সরফরাজ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এনায়েত বাজার মহল্লা কমিটি : এনায়েত বাজার মহল্লা কমিটির উদ্যোগে গতকাল ৫টি এলাকায় কবর খননের সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মহল্লা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবদুল মালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল মনু, আবদুল হালিম সেলিম, মঞ্জুরুল ইসলাম, আবদুল গনি, আব্দুল কুদ্দুস সর্দার, লায়ন জিয়াউল হক সোহেল, আরাফাত উল্লাহ রায়হান, মো. আদর, আব্দুর রহমান বলি, আব্দুর রশীদ, রেজাউল হক মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলি করিম ফাউন্ডেশন : শহীদ বুদ্ধিজীবী আলি করিম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল খুলশী থানাধীন ঝাউতলার নৈতিক স্কুলের ৯০ জন শিক্ষার্থীকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ও চবির সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. গাজী সালেহ উদ্দীন। অংশ নেন মইনুল হক রাসেল, ইমরানা ফেরদৌস, শিক্ষক তৌহিদ, বিপ্লব খান, রিফায়েত, ফিরোজ প্রমুখ।
টাইগারপাস : ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে গতকাল ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর পক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ, আশীষ কুমার সিংহ ও তারেক মাহমুদ পাপ্পু।
আমিন শিল্পাঞ্চল : মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্করের পক্ষ থেকে গতকাল আমিন শিল্পাঞ্চল এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন খসরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আবু মুছা।
উপস্থিত ছিলেন হাজী মো. কামরুল ইসলাম, মো. এরশাদ হোসেন ও রাজন খান, মহিউদ্দিন মুকুল, মো. আবুল বশর, মোহাম্মদ মনির খসরু, মো. মিজান, মো. মিলাদ, মো. সবুজ, মো. হুমায়ুন, বেলাল হোসেন হামজা, হানিফ রানা, সুমন ইসলাম, মোহাম্মদ জহির, মো. বিপ্লব প্রমুখ।
এজাহার মিয়া ফাউন্ডেশন : বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে হামজারবাগ এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত বয়স্ক মানুষের মাঝে মাসিক হাত খরচ প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুর রহমান মিন্টু, শফিকুল ইসলাম, মো. রিজওয়ান খান, শেখ মো. আবুল বশর, বেলাল হোসেন, মঈন উদ্দিন খান মিন্টু, ইউনুচ রুবেল।
হালিশহর থানা ছাত্রলীগ : হালিশহর থানা ছাত্রলীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে নগরীর বেপারী পাড়া, বড়পোল ও নয়াবাজার বিশ্বরোড মোড়ে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
থানা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রহিম জিসানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোহাইমিনুল হক চৌধুরী, আবুল কালাম, তৌহিদুল ইসলাম অভি, আবিদ হাসান, হাবিব সাহেদ, সাইফুদ্দিন রিফাত, নওশাদ আলী, শিবলু কুমার নাথ, ফরহান আসিফ প্রমুখ।
হিউম্যান সাপোর্ট ফাউন্ডেশন : ৩০ জন দুস্থ নারীকে অর্থ সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সাপোর্ট ফাউন্ডেশন। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি দক্ষিণ বিভাগের উপ-কমিশনার বিজয় বসাক। সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। ফাউন্ডেশনের উপদেষ্টা ওমর শরীফের পৃষ্ঠপোষকতায় এসব টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ ইমরান হোসেন। পরিচালক ইলিয়াছ রিপনের সঞ্চালনায় এতে আরো অংশ নেন ফরিদুল আলম, চসিক কর কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরী, সাজেদুল আলম চৌধুরী মিল্টন। উপস্থিত ছিলেন নুর জামান চৌধুরী, ইফতেখার আহম্মেদ রাজেশ, মনিরুজ্জামান মামুন, কবির হোসেন সুমন, আফরোজা সুলতানা পূর্নিমা, নিলুফা খান, নুসরাত ফারিয়া, তাহিয়া তাবাচ্ছুম, নাদিয়া সুজান প্রমুখ।
এম এ রহিম : নগরীর বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য এম এ রহিম। খাবার বিতরণকালে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, পৌর যুবলীগের সেক্রেটারি রফিকুল আলম, আবু তাহের, মঞ্জুরুল আলম, মো. ইসমাইল, জসিম উদ্দিন দোভাষ, শাহরিয়ার হান্নান, আসিফ হান্নান, নাসরিন সুলতানা মুক্তা, আদিলা রহিম আকশা প্রমুখ উপস্থিত ছিলেন।
নবীন মেলা : গতকাল বিকেলে স্কোয়াড্রন লিডার সাফায়ত সরওয়ার মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে রহমতগঞ্জস্থ নবীন মেলার উদ্যোগে দুস্থ জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ কর হয়। এ উপলক্ষে মেলার সভাপতি জামাল উদ্দীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ সভাপতি সাইফুল আলম বাপ্পি, সম্পাদক সুবীর কুমার নাথ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক ইমরানহোসেন জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে ১১০ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাড়ে ৩ হাজার মৎস্যজীবীর মাঝে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সরকারি প্রণোদনা পাচ্ছে না