চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার বিকেলে নগরীর বন্দরটিলা বেড়িবাঁধ জেলেপাড়া এলাকায় বসবাসকারী অসহায় দুঃস্থ প্রায় ৩৫০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. জিয়াউল হক সুমন ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার।
এতে প্রধান অতিথি বলেন, অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর মধ্যে একটা আত্মতৃপ্তি আছে। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। তিনি আরো বলেন, আমাদের অনেকের অর্থ আছে, বিত্ত আছে, সহায়–সম্পদ আছে, এ সবকিছুর সঙ্গে আমাদের বিবেকটা জাগ্রত করতে পারলে আমরা নিজেরাই আমাদের চারপাশে অসহায় মানুষগুলোর জীবনে পরিবর্তন আনতে পারি।
মননে বেগমজান ৯৪ ব্যাচ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বন্দর–ইপিজেড এলাকার ৬০০ গরীর ও দুস্থদের মাঝে মননে বেগমজান ৯৪ ব্যাচের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ইপিজেড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর, সিডিএ বোর্ড মেম্বার মননে বেগমজান ৯৪ ব্যাচের আহবায়ক হাজী জিয়াউল হক সুমন। আরো উপস্থিত ছিলেন মো. খান, মো. জাবেদ হোসেন, মো. কামাল উদ্দিন, হানিফ বাদশা, এরশাদ, মো. জামাল, মো. হুমায়ন, আবদুল মজিদ, আলমগীর, ইদ্রিছ, সাইফুল, মেজবাহ, মারুফ, জাহাঙ্গীর, ফারুক, হোসেন, মনির, হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী জিয়াউল হক সুমন বলেন, প্রতিটি এলাকার গরীব ও অসহায়দের পাশে এগিয়ে আসা বিত্তবানদের উচিত।
মাসুমা করিম ফাউন্ডেশন : পটিয়া শীতার্ত অসহায় মানুষের মাঝে মাসুমা করিম ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার প্রদানকালে বিজিএমই’র সাবেক সহসভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির বলেন, আমার মা–বাবার নামে প্রতিষ্ঠিত মাসুমা–করিম ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে পটিয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। গত শুক্রবার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে কম্বল উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাছির উপরোক্ত কথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগের সহ–সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মহি, নাজিম উদ্দীন, আশিষ তালুকদার, নাজিম উদ্দীন তালুকদার, চৌধুরী ইদ্রিচ, ইমতিয়াজ সোহেল, কুতুব উদ্দিন, নাছির উদ্দিন বাদশা, জসিম উদ্দিন, আলী ওসমান, এস এম পারভেজ, শাখাওয়াত হোসেন খোকন, মোহাম্মদ বেলাল, নাজমুল হক বেলাল, ফয়সাল অভি, সুজন মিয়া, জয়নাল আবেদীন, জনি, ওয়াসিম সাকি, আরমান উদ্দিন, রুমেল, বিপুল বড়ুয়া প্রমুখ।
১৬, ২০ ও ৩২নং সংরক্ষিত ওয়ার্ড : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে ১৬, ২০ ও ৩২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল হাসান। মোহাম্মদ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী হেলাল, আশিক চৌধুরী, খুরশীদা। এসময় উপস্থিত ছিলেন নেছার মোহাম্মদ, মো. আলমগীর, মো. ফরিদ, মিঠু শীল, মো. আরিফ, রনি ধর, অপু ধর, অমিত দাশ লিটন, মো. সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে আন্দরকিল্লা ওয়ার্ডের দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওব্যাট : শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ওব্যাট হেল্পার্সের উদ্যোগে গত ৫ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিটাগং ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান ও বিজিএমইএর প্রাক্তন প্রথম সহ সভাপতি এস এম আবু তৈয়ব উপরোক্ত মন্তব্য করেন। ওব্যাটের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খানের সভাপতিত্বে সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন ‘স্বপ্নচাষী’তে অনুষ্ঠিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন এম কামরুজ্জামান, জসিম উদ্দিন ফিরোজ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, নেছার আহমেদ খান, সাজ্জাদ উদ্দিন, আতিকুর রহমান আতিক, রোটারিয়ান জাহীদুল ইসলাম জাহীদ, মুহাম্মদ ইদ্রিস, ইফতেখার উদ্দিন জাবেদ, তারেক উদ্দিন নোমান, তারেক মাহমুদ, মণিকা রাণী ধর, রাজিয়া পারভীন, তানিয়া আক্তার, তৃষ্ণা মজুমদার, আজিজুল ইসলাম প্রমুখ।
বাঁশখালী মুফতি আব্দুচ ছামাদ ফাউন্ডেশন : বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়ন মুফতি আব্দুচ ছামাদ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল শনিবার বিকালে ইউছুপ আলী সিকদার জামে মসজিদ প্রাঙ্গণে মৌলানা আলম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল কাদের। উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩য় জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট দিদার আলম, হযরত আবু বকর ছিদ্দিকী (রা) মাদরাসার পরিচালক মৌলানা মোজাম্মেল হক, অধ্যক্ষ নুরুল আলম চিশতী, মুফতি আব্দুচ ছামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা নুরুল হক সিকদার, ইউপি সদস্য আবুল হোসেন (আবু), ব্যাংকার নাসির উদ্দিন, আলমগীর সিকদার বাবুল, নুরুল্লাহ সিকদার, ফরিদুল আলম, হাফিজুল ইসলাম জনি, ডা. হান্নান প্রমুখ। এ সময় এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বরকল ইউনিয়ন : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের বরকল ইউনিয়নের ১ হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। এ উপলক্ষে গতকাল শনিবার কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা এম সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, শওকত হোসেন ফিরোজ, জাকের হোসেন কমরু, মুরিদুল আলম মুরাদ, এড. মো. দেলোয়ার হোসেন, মুহাম্মদ এরশাদ, আজিমুশ শানুল হক দস্তগীর, মঈন উদ্দীন, নিবু বড়ুয়া, মিজানুর রহমান, সেলিম উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন হেলাল, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, শাহাদাত হোসেন, ইরফান ছাদেক শুভ, আনোয়ার হোসেন, মেম্বার সাবিনা ইয়াছমিন, মহিউদ্দিন খান, ঝর্ণা দাশ, সাইফুদ্দীন প্রমুখ।