সৌভাগ্যবান সচ্ছল মানুষরা গরিব অসহায় ভাগ্য বিড়ম্বিত মানুষের পাশে দাঁড়ালে দেশ ও সমাজে শান্তি সাম্য ফিরে আসবে। মানুষে মানুষে পর্বতসম বৈষম্য ও ব্যবধান থাকবে না। মহানবী (দ.) আজীবন অধিকারহারা বিপন্ন মানুষের সেবা ও কল্যাণ করে গেছেন। ভাগ্য বিড়ম্বিত অসহায় মজলুম মানুষের পাশে দাঁড়ানোই মহানবীর (দ.) শিক্ষা।
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) এর পঞ্চাশ বছর উদ্যাপনের অংশ হিসেবে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে নগরীর আলমগীর খানকাহ শরিফে আয়োজিত ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ৮ম দিনে গত মঙ্গলবার বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জমান আলকাদেরী। আলোচনায় অংশ নেন মাওলানা আহমদ উল্লাহ ফোরকান খান কাদেরী, মাওলানা সোলায়মান আলী রজভী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। কনফারেন্স সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ জাবের। কনফারেন্সে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, মুহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, মুহাম্মদ এনামুল হক বাচ্চু, কমর উদ্দিন সবুর, আনোয়ারুল হক, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ মাহাবুবুল আলম, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ। পরিশেষে সালাত সালাম শেষে দেশ, বিশ্ববাসীর, শান্তি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।