অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে

ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং : ‘মানবতা উজ্জ্বল হোক সেবার আলোয়’ এই শ্লোগানকে ধারণ করে গতকাল রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে অসচ্ছল মানুষের মধ্যে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সহ-সভাপতি সৈয়দা কামরুন নাহার, ক্লাব সেক্রেটারি মো. সালাহ উদ্দিন, সদস্য রাইসুল উদ্দিন সৈকত, শারমিন জাহান চৌধুরী, রোটারেক্ট সভাপতি আকমাম হোসেন ও ফৌজুল কবির প্রমুখ। গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী তার বক্তব্যে বলেন, রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং অসহায় মানুষের কল্যাণে সবসময় তাদের হাত প্রসারিত করেছেন। পবিত্র রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্রেটার চিটাগাং প্রশংসার দাবিদার। গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, আর্ত মানবতার সেবায় রোটারিয়ানদের মত সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।


তামাকুমন্ডি লেইন বণিক সমিতি : তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সমিতির আবু তালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ মোতালেব সিআইপি, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আব্দুল মোতালেব চৌধুরী, মাওলানা মাহমুদুল হক, আব্দুস শুক্কুর, ড. আ.ফ.ম খালিদ হোসাইন, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, জামাল আহমদ, মোহাম্মদ ইকবাল শরীফ, জসিম উদ্দিন কবির, মোহাম্মদুল হক চৌধুরী, আব্দুর রহিম, সেলিম উল্লাহ, সৈয়দ নূর, কামাল উদ্দিন, এস এম ছমীর ও আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন সরওয়ার কামাল, মো. সেলিম, সামশুল হক সিকদার, মোজাম্মেল হক, আরিফুর রহমান, বজলুর রহমান, এডভোকেট আব্দুল জলিল, মোস্তাক আহমদ, মো. রফিক, জাফর ইকবাল, মো. হানিফ, ওমর ফারুক, মো. রাশেদ, ছাদেক হোসাইন, আরিফ উদ্দিন, মো. এমরান, মো. নাসির উদ্দিন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আব্দুর রশীদ ফাউন্ডেশন : লায়ন্স ক্লাব অব চিটাগং ড্রীমল্যান্ড সিটির সার্বিক সহযোগিতায় শিক্ষাবিদ মরহুম আব্দুর রশীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমপ্রতি হালিশহর গাউছিয়া মোড়ে ইফতার ও সেহেরি সামগ্রী দুস্থদের মাঝে প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। সভাপতিত্ব করেন ড্রীমল্যান্ড সিটির চার্টার্ড মেম্বার ও নবনির্বাচিত সভাপতি শাহজাহান রশীদ। প্রধান বক্তা ছিলেন ড্রীমল্যান্ড সিটির সভাপতি সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ড্রীমল্যান্ড সিটির নবনির্বাচিত সেক্রেটারি লায়ন দিদারুল ইসলাম, চার্টার্ড সভাপতি লায়ন মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শাহজাহান রশীদ বলেন-মানবসেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


পাঁচলাইশ জয়োধ্বনি : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দানের মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা বাড়ে। মানুষে মানুষে আত্মিক সম্পর্ক তৈরি হয়। গতকাল সোমবার পাঁচলাইশ নয়ারহাটের একটি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন ‘জয়োধ্বনি’র উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরমান। সঞ্চালনা করেন তানভীরুল আলম তপু ও সাইফুল ইসলাম মামুন। এতে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন কফিল, থানা আওয়ামী লীগ নেতা আবদুল নবী লেদু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, শাকিল আহমেদ, এসএম রিদোয়ান, সেলিম রণি, মো. সেলিম, মো. ইসমাইল, এয়াকুব লেদু, মো. মিজান, তসিব আলভী, মিনহাজ পনির, মো. শাহেদ হোসেন, ইমরান ইমু, রিদোয়ান রনি, মো. এনাম, মেহেদী, ইমরান, নয়ন, আরাফাত প্রমুখ।

বোয়ালখালী পৌরসভা : বোয়ালখালী পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) পৌরসভা কার্যালয়ে পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার, জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা পরিষদ ভাইচ-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, জাহেদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান শামীম আরা বেগম, পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, পৌরসভা আ.লীগের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, এস এম জসিম উদ্দিন, শফিউল আজম শেফু, মো. এমরান, মিজানুর রহমান সেলিম, আবু নাঈম চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সিরাজুল হক, সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, হাজী নাছের আলী, মাহমুদুল হক, মোঃ পারভেজ, জাহাঙ্গীর আলম, জোবাইদা বেগম, শাহনাজ পারভীন নিলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, আব্দুল মোনাফ মহিন, একরামুল হক মুন্না, মাহবুবুল আলম রাসেল সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ সিকদার।

নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ : সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ আল মদিনা রেস্টুরেন্ট হল রুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাউজান উপজেলার নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদের সিনিয়র সদস্য মুহাম্মদ ফরিদের সভাপতিত্বে ও কাজী মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন দুবাইয়ের ব্যবসায়ী মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম এবং বিশেষ অতিথি ছিলেন আজিজ খান, শাহাদাত হোসেন পলাশ, হানিফ সিকদার। মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। পবিত্র হামদ ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য রাখেন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদের সিনিয়র সদস্য এম শাহেদ সরওয়ার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হাসান, নাছির উদ্দিন, জাহেদ, মোজাহের, বাবর, আশরাফ, আজিজ, শাহজাহান, নুরুল হুদা, ইব্রাহীম, আলম, লিটন, সাগর, খোরশেদ, গিয়াস, সাজ্জাদ, সায়মন, সুজন, তানিম, তাজু, ওসমান, খোকন, কাদের প্রমুখ। মাহফিলের সভাপতি মুহাম্মদ ফরিদের সমাপনী বক্তব্য শেষে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন কাজী জয়নাল আবেদীন এবং মুনাজাত পরিচালনা করেন মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।
চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ : মাসব্যাপী রোজাদারদের মাঝে ইফতার বিতারণ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন সম্রাটের ব্যবস্থাপনায় ফকির হাট মোড়ে ইফতার বিতারণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পাবেল, রানা, ৩৬নং ওয়ার্ড যুবলীগ নেতা সুলতান জুয়েল, ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রায়হান ও ছাত্রলীগ নেতা ইরফান প্রমুখ।

৩৯ নং ওয়ার্ড যুবলীগ : মানবতার কল্যাণে পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্টুর ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে এবং ৩৯নং ওয়ার্ডের খ ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় নগরীর ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্‌বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিয়াউল হক সুমন। আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য আকবর হোসেন, আবু বকর চৌধুরী, আবু বকর সিদ্দিকি, আওয়ামী লীগ নেতা সেলিম আফজাল, মো. লোকমান হাকিম, খ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবুল, নুরুল আমিন সোহেল, আজাদ হোসেন রাসেল, দেলোয়ার হোসেন মুন্না, রেজাউল করিম রেজু, মনজুর আলম মাসুদ, হারুনুর রশীদ হারুন, মো. সালাউদ্দিন, মোহাম্মদ হেলাল প্রমুখ।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা এবং ইফতার মাহফিল গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। সভাপতিত্ব করেন স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রবীণ হিতৈষী সংঘ : মোহরাস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এতিম, প্রবীণ, অসহায়, দুঃস্থ ও ৪টি এতিমখানায় ৫ হাজার কেজি চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, বিশেষ অতিথি িিছলেন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার পাঁচলাইশ (জোন) শাহ আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চট্টগ্রাম বিভাগীয় শাখার সহ সভাপতি কাউন্সিলর জোবাইরা নার্গিস খান। অনুষ্ঠান পরিচালনা করেন মোরশেদুল আলম কাদেরী। উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, হাবিবুর রহমান চৌধুরী, শহীদ সরওয়ার খান, আইয়ুব আলী চৌধুরী, রেবতী মোহন নাথ, সেলিম নাসের প্রমুখ।

আনোয়ারা প্রেস ক্লাব : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার মাহফিল গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য নুরুল আবচার তালুকদার। হুমায়ন কবির শাহ সুমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফেরদৌস হোসেন, বেলায়েত হোসেন, সৈয়দ ওমর, মামুনুর রশিদ, মাওলানা ইদ্রীস আনসারী, সাইফুল ইসলাম শামীম, এরফান আলী, খালেদ মনচুর, ইমরান হোসেন, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মঞ্জুর, নেজাম উদ্দিন ও আমজাদ হোসেন।

আরর আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি : দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী এবং দেশবাসীর কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গত রবিবার দুবাই মুড়ি ডিলাক্স রেস্টুরেন্ট হলে আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মোহাম্মদ কাজী ফয়সাল, নুরুল আবছার তৈয়বী, মাওলানা ফজলুল কবির চৌধুরী, মাওলানা নুরে বাংলা প্রমুখ।

মহানগর যুবলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্‌বানে নগরীর হালিশহর ও ডবলমুরিং থানা আওতাধীন চৌমুহনী, বাদামতলী-আগ্রাবাদ, বড়পোল মোড়ে ২টি পয়েন্টে প্রতিদিনের ন্যায় চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে রোজাদার ও সমাজের অসচ্ছল মানুষর মাঝে ইফতার সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রেফায়েত হোসেন রিপন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এম সাদিদ ওহাব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকার বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলেছে
পরবর্তী নিবন্ধযেখানে সব চরিত্র নারী