অসহায় মানুষের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত

কম্বল বিতরণ অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের চেয়ারম্যান মো. শামসুল আলম শামীম বলেছেন, আর্ত-পীড়িত অসহায় মানুষের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এই মহামারি করোনাকালীন আমাদের দৃঢ় মনোবল এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনা ও নেতৃত্বের কারণে ইনশাআল্লাহ আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।
গতকাল সোমবার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রামের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকাল ১১টায় সমিতির পাঁচলাইশস্থ নিজস্ব ভবনে স্বাস্থ্য বিধি মেনে দুইশতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
অনুষ্ঠানে নাটাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, আর্তমানবতার সেবায় নাটাবের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। প্রাচীনতম এই সংগঠনটি ৬৩ বছর ধরে তাদের নিজস্ব ভবন তৈরির মাধ্যমে যক্ষ্মা রোগীর সেবা দিয়ে আসছে। আমি আশাবাদী বর্তমান নেতৃত্ব বিশেষ করে শামীম সাহেবদের মত দানশীল ব্যক্তিবর্গ এগিয়ে আসলে নাটাব আবশ্যই তার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবে।
সমিতির সহ সভাপতি এম.এ.সবুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সম্পাদক শাহজাহান সূফী, সাংগঠনিক সম্পাদক মো. এমরানুল হক, প্রচার সম্পাদক মো. আশরাফ উদ্দিন চৌধুরী, নোমান আল মাহমুদ, শহীদুল আলম খসরু, মো. মুজিব সম্রাট, শেখ সরওয়ার্দী, আবু সৈয়দ সেলিম, জসিমুল আনোয়ার খান, এস.এম হাশেম, মো. আতিকুর রহমান, টিংকু বড়ুয়া, সাইফুল মান্নান শিমুল, আবদুর রহমান, সম্ভু দাশ, খাজা মঈনুদ্দিন হোসেন, মোহাম্মদ ফারুক, ডা. পঞ্চানন চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃগী রোগে কবিরাজ নয় হাসপাতালে নেওয়ার পরামর্শ
পরবর্তী নিবন্ধরোসাঙ্গিরী জয় রাম সংঘের মহোৎসব