হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালামের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি এম এ সালাম অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর সভাপতিত্বে মাসুদ জামান সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এস.এম মোরশেদুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, মহসিন খান, অধ্যাপক মো. খুরশিদ আলম, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মাসুদ জামান সোহেল, মো. শাহানুর চৌধুরী, মো. নেজাম উদ্দিন, মো. আনোয়ার হোসেন, লায়ন রিমন মুহুরী, আবুল বশর, আজম উদ্দিন, লিয়াকত আলী, মো. তোফায়ল আহমদ, সৈয়দ মো. বয়ান, জিন্নাত আলী বাদশা, সরওয়ার লিটন, নজরুল ইসলাম, মো. আলতাফ, মো. ফারুক, মো. আজম প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।