অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে

বিভিন্নস্থানে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলাম মানবতার ধর্ম। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা ইমানের দাবি। নামাজ, রোজা, হজ্বের মতো সাধারণ অসহায় মানুষদের সাহায্য করাও ইবাদত।
গতকাল সোমবার মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির একথা বলেন। মহানগর যুবলীগের সংগঠক মো. ফিরোজের সভাপতিত্বে ও নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভির সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, জাহেদুল আলম, শাহেদ হায়দার খান, আলমগীর কবির, রাশেদুল আনোয়ার খান, তৌহিদুল ইসলাম রনি, মো. আসাদুর রহমান খান, মো. জাবেদ, মো. ফারুক, রাশেদ চৌধুরী, মো. ইসমাইল, মাশফিকুল ইসলাম রাফি, আরিয়ান চৌধুরী আশিক, সজীব, তাহীম, আরমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল সোমবার সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের আওতা দিন প্রবর্তক মোড় এলাকায় ডিউটিরত অফিসার, ফোর্স এবং ফুটপাতে বসবাসরত হতদরিদ্র এবং রিকশাচালকদের সাথে নিজেদের ইফতার ভাগাভাগি করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন) জহুরুল হক, টিআই (প্রবর্তক) গাজী শেখ আব্দুল্লাহ এবং টিআই (পাঁচলাইশ) মঞ্জুর হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
কাউন্সিলর রুমকি : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর ১৬নং চকবাজার, ২০নং দেওয়ান বাজার ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর দেওয়ান বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৭০০ হতদরিদ্র মানুষের মাঝে তেল, ছোলা, ডাল, চিনি, আলু, পেঁয়াজ ইত্যাদি ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মঞ্জু হোসেন, সেকেন্দার হোসেন মিয়া, এম সোবাহান, রনি দাশ, অপু ধর, আঁচল চক্রবর্তী, রুবেল দাশ প্রমুখ।
কলম একাডেমি লন্ডনের চট্টগ্রাম জেলা কমিটি : কলম একাডেমি লন্ডনের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে কবি সমাবেশ ও ইফতার মাহফিল গতকাল সিআরবির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। করুণা আচার্যের সভাপতিত্বে কার্যক্রম শুরু করেন শিশুসাহিত্যিক অ্যাডভোকেট সুসেন কান্তি দাশ। বক্তব্য দেন মোহা. আরিফুর রহমান আরিফ, কবির কাঞ্চন, কুতুবউদ্দিন বখতেয়ার, বিপুল বড়ুয়া, জিতেন্দ্র লাল বড়ুয়া, অমিত বড়ুয়া, ডা. প্রনব প্রসাদ দাশ, সুলতান মাহমুদ সেলিম, ইউনুস মেহেদী, মোহাম্মদ বেলাল হোসেন সিরাজী, হোসাইন ইব্রাহীম, পারভীন আক্তার, আবদুল হাকিম প্রমুখ। কবিতা পাঠ করেন মোফাজ্জল হক শাহেদ, আলমগীর হোসাইন, হুমায়ুন আবিদ, মুজিবুর রহমান, তুষার কান্তি বড়ুয়া, রাসু বড়ুয়া, রাসেল ভুঁইয়া, নুরউদ্দিন, নারায়ন দে, প্রদ্যোত বড়ুয়া ও কবির কাঞ্চন।
৩৮নং ওয়ার্ড যুবলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে যুবলীগ নেতা মো. আজাদ হোসেনের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ। নগরীর ৩৮নং ওয়ার্ডে আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতা মো. সরোয়ার জাহানের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নগর যুবলীগ সদস্য মো. হেলাল উদ্দিন, আবু বকর চৌধুরী, সনত বড়ুয়া, আবু বকর সিদ্দিকি, আজিজ উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আবুল বশর, মো. হিরু, এডভোকেট সৈয়দ রবি, মো. সাইফুল করিম, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মইনুদ্দিন সুমন, সাইফুল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ শাওন প্রমুখ।
মহানগর ছাত্রলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্দেশনায় নগরীর উত্তর পতেঙ্গাস্থ আজিজ উদ্যান চত্বরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ, সহ সভাপতি পলাশ চন্দ্র আইচ, এস কে আরমান, মিজানুর রহমান, মো. সোলেমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিউল করিম সাজিব, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক রবিউল হোসেন রবিন, ক্রীড়া সম্পাদক আল আমিন প্রমুখ।
ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ-চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা সরদার প্লাজায় ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ-চট্টগ্রামের ইফতার মাহফিল ও আলোচনা সভা ৮ এপ্রিল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠক ইয়াছিন হাওলাদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিএমপি চকবাবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন- ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম। আলোচক ছিলেন প্রফেসার মো. শাহ আলম, আব্দুল কাদের মজুমদার, এড. বরকত উল্লাহ খান, জাকির হোসেন (জাকের), সৈয়দ আতাউর রহমান কবির, ফরিদুল আলম মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজুর রহমান সুমন, ডা. বেলাল মৃধা, মিজানুর রহমান, শাহীন হাওলাদার, বাবুল হোসেন বাবলা। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত করেন- মাও. ইব্রাহিম খলিল এবং মাও. জিয়াউল হক নোমানী।
পাহাড়তলী সরাইপাড়া : কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক-উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চুর উদ্যোগে ও ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমনের ব্যবস্থাপনায় সোমবার সরাইপাড়া পাহাড়তলী বাজার অভিমুখে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড আ.লীগের যুগ্ম আহবায়ক এম শওকত আলী, হেলাল উল্ল্যাহ, ওসমান গণি আলমগীর, আশরাফ উদ্দীন, সৈয়দ আনিসুর রহমান আনিস, আশেকুন নবী আশিক, তারেক হাসান বাপ্পি, ওমর মাহবুব সিদ্দিকী রক্সি, জাবেদ রহিম মুন প্রমুখ।
১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আ.লীগ : পশ্চিম বাকলিয়া ডিসি রোড দেওয়ান বাজার রত্না টেইলার্স গলিতে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির প্রদানকৃত পবিত্র রমজানের উপহার পশ্চিম বাকলিয়ার ১৭নং ওয়ার্ড অন্তর্ভুক্ত ইউনিটের স্থানীয় জনগনের মধ্যে বিতরণ করেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউনুছ কোম্পানী ও আলী নেওয়াজ এবং ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর জিইসির মোড়ে ইফতার ও শরবত-খেজুর বিতরণ করা হয়েছে। প্রতিদিনের মতো গতকাল সোমবার দুইশতাধিক রোজাদারদের মাঝে ইফতার তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক ইফতার বিতরণ করেন। এতে শরফুল আনাম জুয়েল, কামরুল ইসলাম রাসেল, সাইদুর রহমান সাকিল, ইমাম উদ্দিন নয়ন, আজিম উদ্দিন তালুকদার, আবু সাঈদ মুন্না, জাহেদুল ইসলাম, আওরাজ ভুইয়া রনক, সালাউদ্দিন কাদের আরজু, ওমর গনি, মেহেদী হাসান মিঠু, শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্যাভক : নগরীতে স্যাভকের উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম। স্যাভকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অহিদ সিরাজ চৌধুরী স্বপন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট অধ্যাপক মুহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজের উপাধ্যক্ষ এ্যাডভোকেট বদরুল হুদা মামুন, মানবাধিকার কর্মী এস এম আজিজ, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের পরিচালক এম হামিদ হোছাইন, এ্যাডভোকেট মাসুদুল করিম ও মিনি ল স্কুলের সিইও এ্যাডভোকেট রায়হান সোবহান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন স্যাভকের বোর্ড মেম্বারবৃন্দ। সভায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করে হাফেজ কারী মাওলানা মুবাশ্বির।
যুবলীগ নেতা আসিফ মাহমুদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোজাদার ও অসচ্ছল মানুষের মাঝে যুবলীগের পক্ষে নিজ ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার ও সেহেরি বিতরণ কার্র্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক কমিটির সদস্য আসিফ মাহমুদ।

নগরীর হালিশহর বড়পোল মোড়ে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রেফায়েত হোসেন রিপন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, হালিশহর থানা যুবলীগ নেতা মাসুদ পারভেজ, দিপন কান্তি নাথ, শাহাজাদা খোরশেদ, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্‌বায়ক মেহেদি হাসান, আরাফাত, ওছি সুমন, মিজানুর রহমান সুজন, মো. কাশেম, মো. ইমন, রাকিব হাসান, মো. জাহেদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের নগদ অর্থ পেল ৪০০ পরিবার
পরবর্তী নিবন্ধওয়াসা মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার