অসহায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিত করেছে সরকার

জেলা লিগ্যাল এইড কমিটির সভায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়। আর্থিক ভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড কাজ করছে। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়নের মাধ্যমে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের আইনি অধিকার নিশ্চিত করেছে সরকার। উক্ত আইনের আওতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার, সদ্য পদায়নকৃত সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মো. হাসেম, চট্টগ্রাম সিটি কর্পোরেশমের কাউন্সিলর নাজমুল হক ডিউক এবং সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সরকারি কৌসুলি (জিপি) নজমুল আহসান খান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী পরিচালক দিলরুবা বেগম, সমাজ সেবার প্রবেশন অফিসার পারুমা বেগম, সিএমপির কোর্ট পরিদর্শক মো. আবু তাহের, জেলা পুলিশের কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ, জেসমিন সুলতানা পারু, বশির আহমদ মনি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৬০তম বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধসচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক