অসহায় দরিদ্র মানুষের মাঝে জি.ভি. ফাউন্ডেশনের ইফতার বিতরণ

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল জি ভি ফাউন্ডেশন নামের এক সামাজিক সংগঠন। মঙ্গলবার চট্টগ্রাম হালিশহরে শতাধিক মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জি. ভি. ফাউন্ডেশনের সভাপতি হাছিবুল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সেমাই, চিনি, লবন,চিড়া। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক রাকিব হাসান অনিক, সমাজসেবক আতিকুল ইসলামসহ অনেকে।

এসময় জনপ্রিয় তরুণ সামাজিক সংগঠক মুহাম্মদ আবু আবিদ বলেন, এসব অসহায় মানুষদের বলতে চাই, এই উপহার সমূহ আপনাদের হক। আমরা কেবল আপনাদের প্রতি আমাদের অর্পিত দায়িত্ব পালন করতে এসেছি। আপনারা হীনমন্যতায় ভোগার কিছু নেই। লজ্জা পাওয়ার কিছু নেই। আপনাদের কারও যদি ক্যামেরায় কোন সমস্যা থাকে, তবে আমাদের বলুন, টোকেন জমা দিয়ে যান, আপনাদের বাসায় আমরা পৌঁছে দিব।

তিনি অনুষ্ঠানের বিষয়ে বলেন, জি.ভি. ফাউন্ডেশনের অনুষ্ঠানে আমি আসব কিনা, তা নিয়ে অনেকের মধ্যে প্রতিক্রিয়া দেখেছি৷ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সামাজিক সংগঠন গুলোর অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন।মনে রাখবেন, সবার উদ্দেশ্য কিন্তু এক ও অভিন্ন। আমরা কেউ কারও প্রতিযোগী নই। আমি আজকে উপস্থিত হওয়ার মধ্যে দিয়ে এটাই প্রমান করার চেষ্টা করেছি।

জি.ভি ফাউন্ডেশন এর সভাপতি হাছিবুল হোসেন ভূঁইয়া বলেন, আজকের অনুষ্ঠান সফল করার পেছনে অনেকের অবদান আছে। সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি।

এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসতেখার হোসেন ইমন,মাহামুদুর রহমান জিহাদ, ফারহান জামিল, শোয়েব আক্তার,ইয়াছিন আরাফাত রাকিব,আমিনুল ইসলাম অনিক, শাওন আলম, মোহাম্মদ মিজান, আশরাফুল নাবিল, মুনতাসীর আলম আলভি, মাহিদ বিল্লা প্রভাত,সাফিন কবির,তারেকুল ইসলাম, সোহান সাগর, আবদুল আজিজ,সাইমুন দে রাজ, মেহেদী হাসান ইব্রাহিম, আলমগীর ইসলাম, মেজবাহ্ ঊদ্দীন সজীব, শাকিবুর রহমান শাওন, তামিম চৌধুরী, ইউসুফ চৌধুরী, নাফিদুল ইসলামসহ ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে কর্মচারীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ