চট্টগ্রামের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষা, করোনা মোকাবিলা, চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে সরকার সুর্নিদিষ্ট পরিকল্পনায় অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবার ওপর সর্বদা গুরুত্বারোপ করেছেন। স্ব স্ব অবস্থান থেকে সবাইকে চিকিৎসাসেবার উন্নয়ন এবং সমাজের দরিদ্র, অসহায় জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
গত ৫ অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন ডা. আর কে রুবেল, মো. বেলাল হোসেন উদয়ন, কানু দাশ, হাসান শরীফ, শরিফুল আহসান, শিমুল কান্তি সেন, সজীব কুমার নাথ, বিপিন কান্তি দাশ, জিকু দাশ, শিমুল কান্তি বড়ুয়া, প্রমেল বড়ুয়া, শফিউল বশর, অনুপ কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।