অসহায় ও দুস্থদের জন্য শীতের রাতে গরম পিঠা

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

ধনী গরীব ভাই ভাই, শীতের পিঠা খাব সবাই’ এই স্লোগানে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ‘শীতের পিঠানামক এক ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেছে।

গতকাল রোববার নন্দনকানন এলাকায় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে হরেক রকম শীতের পিঠা খাওয়ানো হয়। এসকল পিঠার মধ্যে ছিল ভাপা পিঠা, চিতল পিঠা, দুধ চিতই, সাঝের পিঠা ইত্যাদি। মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু আদিল, মো. জিহাদুল ইসলাম, রবিউল হাসান, হযরত আলী মোবারক, মো. কামরুল ইসলাম, মারুফ আল হাসান, মো. রিয়াদসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার বিজ্ঞান সেমিনার
পরবর্তী নিবন্ধসচেতন অভিভাবকের আস্থায় স্কুল অব সায়েন্স, বিজনেস এন্ড হিউমেনিটিজ