অসহায়দের সেবায় এগিয়ে আসতে হবে

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

ইউনিটেক্স গ্রুপ : ইউনিটেক্স গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে। ইউনিটেক্স গ্রুপের পক্ষ থেকে গতকাল শনিবার গ্রুপের ডিরেক্টর ফারহান আহমেদ ও গ্রুপ সিএফও মোহাম্মদ আরিফ সিএমপি কমিশনার কষ্ণ পদ রায়ের দপ্তরে শীতবস্ত্র হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত কমিশনার এবং সহকারী কমিশনার উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় গরীব শীতার্ত সমবায়ীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির উদ্যোগে সমিতির হলরুমে এসব সহায়তা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন পল্লী উন্নয়ন অফিসার মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি আবু তাহের মেম্বার, আবদুস সোবহান মেম্বার। উপস্থিত ছিলেন সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, শিক্ষক নেজাম উদ্দিন চাষি প্রমুখ। এদিন সমিতির পক্ষ থেকে দুই শতাধিক গরীব সমবায়ী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম : বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর নগরীর দক্ষিণ কাট্টলী হরি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। এসময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, সিনিয়র সহসভাপতি সুদর্শন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সজল দত্ত, স্বপন বৈষ্ণব, রতন চক্রবর্তী, নান্টু চৌধুরী, সমর কান্তি দাশ, সুভাষ ধর, সদানন্দ ভট্টাচার্য্য, রনজিত দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি শিবু প্রসাদ দত্ত বলেন, মানব কল্যাণই প্রকৃত ধর্ম। অসহায়দের সেবা করাই প্রকৃত মানবতার কাজ।

হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল সকাল ১১টায় স্মৃতি সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদের চেয়ারম্যান ও চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন এডভোকেট ধৃতিমান আইচ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আলী বেলাল শাহেদ, এম ফরিদুল আলম, মোহাম্মদ সরওয়ার উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম. আশরাফুল আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও এলাকার অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও তিনি অসহায়দের সাহায্যার্থে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্‌বান জানান।

বোয়ালখালী জেলা পরিষদ : বোয়ালখালীতে জেলা পরিষদের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা ডাকবাংলোয় শীতার্ত মানুষের এসব শীতবস্ত্র স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মো. এমরান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হায়দার শাহীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এস এম জসিম উদ্দিন, পৌর প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, সাংবাদিক সেকান্দর আলম বাবর, পংকজ চন্দ, জাফর আহমদ তালুকদার, রনি চৌধুরী, ভালবাসা দাস, জোবাইদা রুনু, শিমুল শীল, মোহাম্মদ মামুন, জুয়েল ঘোষ প্রমুখ।

সীতাকুণ্ড পৌরসভা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড পৌরসভার উদ্যোগে ৫শ হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এসব দরিদ্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ দিদারুল আলম এমপির পক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। ভারপ্রাপ্ত পৌর মেয়র হারাধন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মানিকলাল বড়ুয়া, কাউন্সিলর আনোয়ার ভূঁইয়া, দিদারুল আলম এ্যাপলো, মফিজুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর মাঈমুন উদ্দিন মামুন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মোফাখ্‌খরুল আলম চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ নেতা হারুনঅর রশিদসহ অন্যান্যরা ।

পূর্ববর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় নিহত শাহজানের গ্রামের বাড়িতে শোকের মাতম
পরবর্তী নিবন্ধরক্তাক্ত বিছানায় কিসের ইঙ্গিত দিলেন পরী?