আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর ৮ নং ষোলকবহর ওয়ার্ড, ২৫ নং রামপুর ওয়ার্ড ও ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। এসময় তিনি বলেন, ‘রোগব্যাধি ও মৃত্যু মানুষের জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অনাকাঙ্ক্ষি এ-ধরনের মহামারির মাধ্যমে কারো মৃত্যু কাম্য নয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামক এই মরণ ঘাতক থেকে রক্ষার জন্য সতর্কতা অপরিহার্য। লকডাউনের কারণে সারাদেশের নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ।’
এসময় আরো উপস্থিত ছিলেন, ৮ নং ষোলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ১১, ২৫, ২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি, সাবেক মহিলা কাউন্সিলর জেসমিনা খানম, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান খান, হাজী ওমর মিয়া, দেলোয়ার হোসেন, মো. শাহজাহান, মো. আলী, সৈয়দ মো. আসাদ, সালাউদ্দিন আহাম্মদ, বিশ্বজিত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।