অসহায়দের পাশে দাঁড়ানোও ইবাদত

বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণকালে বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। অসহায়দের পাশে দাঁড়ানোও ইবাদত।

আলোকিত সমাজ : পবিত্র মাহে রহজান উপলক্ষে আমাদের আলোকিত সমাজের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এম আর কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড. মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এস. বজলুর রশিদ মিন্টু, মিটুল দাশ গুপ্ত, জাবেদ নজরুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, নজরুল ইসলাম, নীলু নাগ, মোশারফ হোসেন, হাজী ইব্রাহিম। এড. শাহরিয়ার তানিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাহবুব আলম সরকার, ইশতিয়াক চৌধুরী, মোহাইমিনুল, ইখতিয়ার হোসেন রনি, সাগর মাহমুদ, মেহেরুন নিপা, রোপী দাশ, লাকি আকতার, ইমরান মাহমুদ রনি, রুবেল হোসেন, নাছির সরকার, সফিউল ইসলাম জিয়া, সোহাগ, রবিউল, জাহেদুল ইসলাম মিঠু, শুভ খান, আব্দুল মান্নান, ইফতি আহম্মেদ, মুন প্রমুখ।

রাঙ্গুনিয়া নুরুল হক জরিনা ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১৮০০ দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর এসব সামগ্রী প্রদান করেন। মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। এসময় বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, বদিউল খায়ের লিটন চৌধুরী, পারভেজ হোসেন, নাছির উদ্দীন আহমেদ প্রমুখ। শেষে পতি প্যাকেটে ১৯ কেজি সমপরিমাণ ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

মাওলানা আমিন শরীফ (রহ.) ফাউন্ডেশন : পেকুয়ার রাজাখালী কাঞ্চনপাড়ায় মরহুম মাওলানা আমিন শরীফ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার আমিন শরীফ মঞ্জিলে এসব ইফতারসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার ছরওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক রাকিব আল হাসান রুবেল, আবুল আনছার, মোহাম্মদ আনছার, মোহাম্মদ জয়নাল আবেদিন প্রমুখ।

সরাইপাড়া ওয়ার্ড : নগরীর ১২নং সরাই পাড়া ওয়ার্ডস্থ পাহাড়তলী বাজার সংলগ্ন ভেলুয়ার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাবিবের সভাপতিত্বে ও নুরুল আজিম বাবুলের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং সরাইপাড়া কাউন্সিলর নুরুল আমিন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক লায়ন এম. শওকত আলী, যুগ্ম আহ্‌বাডক লুৎফুল হক খুশি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসলাম খান, আবু সৈয়দ খান, শেখ রাজিব আহম্মেদ, মনসুরুল হক, আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, শফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ, মো. ইসমাইল, আবুল কাশেম, এমরান হোসেন, সরওয়ার হোসেন প্রমুখ।

যুবলীগ : রাতে নগরীর পথচারী ও হতদরিদ্র মানুষের সেহেরি নিশ্চিত করতে ‘অনেল্লাই সেহেরি’ নামে এক মানবিক উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাব্বিরুল আলম। পুরো রমজান মাসজুড়ে চলবে এ সেহেরি বিতরণ কার্যক্রম। রবিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন তিনশ প্যাকেট রান্না করা খাবার ও পানি নগরীর বিভিন্ন পয়েন্টে বিতরণ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তা যুবলীগ নেতা সাব্বিরুল আলম। ‘অনেল্লাই সেহেরি’র আওতায় প্রতিদিন তিনশ প্যাকেট সেহেরি খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে সহায়তা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রবিউল ইসলাম খুকু, যুবলীগ নেতা রুবেল, সাদেক রেজা, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ বাণী অর্চনা পরিষদের সাধারণ সম্পাদক নিলয় সুকুল অনিক, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাকিব, ৭নং ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমন, বায়জিদ, রহমতুল্লাহ প্রমুখ।

যুবলীগ সংগঠক : নগরীর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মহানগর যুবলীগের সংগঠক মনোয়ারউল আলম চৌধুরী নোবেল। সোমবার নগরীর অলংকার কনভেনশন হলে বাদে আছর এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, হাবিবুর রহমান রিপন, সৈয়দ সাইফুদ্দিন সাইফুল, সাইফুর রহমান রাজু, জিয়া উদ্দিন লুভন, আবু তৈয়ব, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, এস.এম ফারুক, আরিফ,আকবর, রনি, আজাদ, গোলাম রাব্বানী রাফি, আকবর, ফয়সাল বিন নিজাম, মো. সিরাজুল ইসলাম আকাশ, আরাফাত হোসেন বিজয়, মো. ইমতিয়াজ উদ্দিন আকিল, মারুফ হোসেন, সিদ্ধার্থ শংকর দাশ, সিফাত হাবিব রবি, আজাদ প্রমুখ।

হাটহাজারী ফতেপুর ইউনিয়ন : হাটহাজারীতে ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিমের পক্ষে গরীব, অসহায় ও নিন্মবিত্ত মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে তিনি তার গ্রামের বাড়ি ফতেপুর ইউনিয়নের প্রায় ৪শ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ফতেপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা, হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য শফিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ইফতিয়াজুল আলম কাজল, জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মিন্টু, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রগতিশীল কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতেয়ার হাসান, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা রাজিব ও যুবলীগ নেতা আবছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর (র.) ৮৭তম ওরশ আজ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার অদম্য নেতৃত্ব বিশ্বব্যাপী আজ সমাদৃত