অসহায়দের পাশে জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিয়েছেন। গতকাল নিজ কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানিতে অসহায়দের তিনি এ সহায়তা দেন। জেলা প্রশাসন জানায়, নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকার বাসিন্দা নাছিমা বেগম নিজে অসুস্থ। তার স্বামী আবুল কালাম প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে কোনোভাবে সম্পন্ন হলেও ছোট মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। এরই প্রেক্ষিতে গতকাল তিনি জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে সাহায্য চাইলে জেলা প্রশাসক তাকে এককালীন সহায়তা দেন। অন্যদিকে সাতকানিয়ার মৈশামুড়া এলাকার দিনমজুর মোহাম্মদ ফরিদ হৃদরোগ, কিডনি জটিলতা ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়েছেন। একসময় কাজ করে চার সন্তানের সংসার চালালেও ২০২৩ সালের পর থেকে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। ধারদেনার ওপর ভর করে চলছিল চিকিৎসা। এমন অবস্থায় গতকালের গণশুনানিতে তিনি হাজির হয়ে সাহায্য চাইলে জেলা প্রশাসক তাকেও সহায়তা দেন। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এমন একাধিক অসহায় মানুষ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি সামাজিক সংগঠনের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক।

পূর্ববর্তী নিবন্ধটেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধরাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে রেইনবো নেশান প্রতিষ্ঠা করতে হবে