অসহায়দের পাশে এসে দাঁড়ান

| বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

মাহে রমজান মাস হলো একটি সিয়াম সাধনার মাস। এ মাসে ধনী-গরিব সকলের মাঝে সিয়াম পালন করতে দেখা যায়। কিন্তু করোনার তীব্র তাণ্ডবলীলার শিকারের বলি হয়েছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও অসহায় মানুষেরা। আগে যে মানুষের কাজ ছিলো, আয় ছিলো, সুন্দর সাজানো সংসার ছিলো, করোনার কারণে তা হারিয়ে এখন পথের ভিখারী।
‘করোনা শুধু প্রাণঘাতী নয়,বরং জীবিকাখেকোও’ শীর্ষক এক বেসরকারি জরিপে জানা যায়, করোনার কারণে ৬২ শতাংশ মানুষ কর্মসংস্থান হারায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হয়তো কিছু মানুষ জীবিকার অন্বেষণে কাজ শুরু করেছে, কিন্তু নিম্নবিত্ত, গরীব অসহায়দের কাজ না পাওয়ার সেই বেদনা, আক্ষেপ থেকেই গেলো। সিয়াম সাধনার মাসে হয়তো তাদের ইফতারির পণ্য দ্রব্যে কেনার সামর্থ্য নেই। তাই সকলের উচিত নিম্নবিত্ত, গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানো। সরকারের উচিত এই মাহে রমজান মাসে ইফতারের পণ্য দ্রব্য বিতরণ করার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ানো।

আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সালাম: ভাষার জন্যে আত্মদানকারী শহীদ
পরবর্তী নিবন্ধদুর্ব্যবহার শুধু ব্যক্তিত্ব নষ্ট করে না, ধ্বংস করে সুশাসনও