এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার, মাস্ক, বোতলজাত পানি বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার নগরীর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের কোরবানীগঞ্জ সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চউক বোর্ড সদস্য এম আর আজিম। বিশেষ অতিথি ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিপ্লব মিত্র ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম উদ্দীন।
উপস্থিত ছিলেন ইফতেখার উদ্দিন বাবলু, আলী রেজা পিন্টু, সাজ্জাদ হোসেন, একরামুল হক রাসেল, আবুল মনসুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির, কামরুল হুদা পাভেল, সোয়াইবুর রহমান, ফরহাদ হক, ওহিদ বিন ইউনুস, সুফিয়ান সিদ্দিকী নিলয়, কাজী তারেক আহমেদ, আবু সালেহ মোহাম্মদ ফয়সাল, পার্থ দাশ, ওয়াজেদ রহমান শরীফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।