অসহায়দের আইনি সহায়তা প্রদানে কাজ করছে সরকার

লিগ্যাল এইড কমিটির সভায় সিনিয়র জেলা জজ আজিজ

| বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

অসহায় জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষে সরকার তথা জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে। তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসারকল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী, অতিরিক্ত মহানগর দায়রা জজ সামশুল আরেফিন, যুগ্ম জেলা জজ মোহাম্মদ খাইরুল আমীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায়, অতিরিক্ত পুুলিশ সুপার সুদিপ্ত সরকার, মেট্রোপলিটন পুলিশের এডিসি প্রসিকিউশন মো. কামরুল হাসান, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, জেলা তথ্য অফিসের উপপরিচালক সাঈদ হাসান, জেলা শিশু কর্মকর্তা কুমকুম বড়ুয়া, পারুমা বেগম প্রমুখ। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিনকে কমিটির পক্ষ থেকে অবসর জনিত বিদায় সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধদুর্গম পার্বত্য অঞ্চলে ২৮টি ডিজিটাল ক্লাসরুম