পটিয়ার নব নির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করাই প্রকৃত ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাতার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন।
গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরশেদ উল্লাহর প্রয়াত সন্তান সৈয়দ আহনাফ মোরশেদ সাদি স্মৃতি সংসদের উদ্যোগে ৫শ অসহায় শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ নুরুল আবছারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম সানু, ইকবাল চৌধুরী, উজ্জ্বল চৌধুরী চন্দন, ইউনুস তালুকদার, মুফিজুর রহমান, নাসির উদ্দিন শরীফ, মো. দস্তগীর, মো. শাহেদ খান, মো. সুলতান আলহমেদ, আলহাজ মিয়া, মো. ইউনুচ, মো. মামুনুর রশিদ, আক্কাস মিয়া, শোয়েব হাজারী, মো. মহিউদ্দিন, রাশেদ বিন কাদের, শাখিলুর রহমান খান, মো. মোকসেদ, বখতেয়ার, কাজী আনিস, শাহাদাৎ, মীর মহিউদ্দিন, কাউছার, মো. মনসুর প্রমুখ।