অসহায় মানুষের পাশে থাকা বিত্তবান ব্যক্তিদের সামাজিক দায়িত্ব

সারোয়ারা-মোতালেব ট্রাস্টের ইফতার বিতরণে মোতালেব এমপি

| শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ালোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব বলেন, বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি বিগত দিনে যেমন এই আসনের অসহায় মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। তিনি গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি সেন্টারে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, চেয়ারম্যান জসিম উদ্দিন, শামসুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা