অসহায়ের দুয়ারে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

কখনো অসহায় কন্যা দায়গ্রস্ত মাবাবার পাশে, কখনো দরিদ্র পীড়িত মানুষের কল্যাণে কিংবা দরিদ্র শিক্ষার্থীর পাশে মানবতার হাত বাড়াচ্ছে পটিয়ার নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন। সহায়তার ক্ষুদ্র বার্তা পেয়েই মানবিক হাত বাড়াচ্ছে এ সংগঠনটি। ২০২০ সালে কোভিড১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর মানুষের দুঃখ, দুর্দশার কথা চিন্তা করে প্রবাসে থেকেই মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন গড়ে তোলেন ড. জুলকারনাইন চৌধুরী। ফাউন্ডেশনের কর্মীরা সহায়তার হাত প্রসারিত করে ছুটে গেছেন মানুষের দুয়ারে দুয়ারে। পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের আবু বকর চৌধুরী ও আজকিরা বেগম চৌধুরীর পুত্র ড. জুলকারনাইন চৌধুরী জীবন। বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া শেষ করে পিএইচডি ডিগ্রী নিতে আমেরিকায় পাড়ি জমান তিনি। বর্তমানে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কর্মরত রয়েছেন। যুক্তরাষ্ট্র টেঙাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন পটিয়ার সন্তান জুলকারনাইন। জড়িত রয়েছেন একাধিক সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সঙ্গে। তার গঠিত নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন পটিয়ার ১৭ ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যতিক্রমী ও মানবিক কাজ করে চলেছে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী হয়েছেন পটিয়ার অন্তত ২০ হাজার মানুষ।

ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে জুলকারনাইন চৌধুরী জীবনের অর্থায়নে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, কৃষি কাজে বীজ প্রদান, সার বিতরণ, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ, ঘর নির্মাণ, খাদ্য সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম পুলিশকে খাদ্য সহায়তা, সাইকেল বিতরণ ছাড়াও মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিয়েছে এই ফাউন্ডেশন। সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার এখন ঘুরে দাঁড়িয়েছে। অনেকেই স্বচ্ছলভাবে জীবনযাপন করছেন। যা প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

পূর্ববর্তী নিবন্ধচীনকে রুখে দিল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ইয়াবাসহ মাইক্রো চালক গ্রেপ্তার