অসহায়দের মাঝে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা প্রদান

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা জঙ্গলখাইন ইউনিয়ন ঊনাইনপূরা গ্রামে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সাবেক ছাত্রলীগ নেতা, যুক্তরাষ্ট্র টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার সেপ্টেম্বর বিকালে ঊনাইনপূরা বৌদ্ধ বিহারে ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনীর সাবেক সভাপতি মিলিন্দ রাজ বড়ুয়া চৌধুরীর সভাপতিত্বে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, উনাইনপূরা সুহৃদ সম্মিলনী সভাপতি নয়ন কান্তি বড়ুয়া, পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মো. মোরশেদ, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ইউচুপ খান, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদেরসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

খাদ্য সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আ. লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার সফলতা ও বলিষ্ঠ নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কাজ চলছে। আগামীতেও নৌকার মার্কায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা