অসমাপ্ত আত্মজীবনী লিখে ফ্ল্যাট-টাকা : দুদকের নজরদারিতে ১২৩ জন

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

 

বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ রচনা ও সংকলন নিয়ে নতুন তথ্য সামনে আসার পর সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে গোয়েন্দা নজরদারিতে নেওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

তাদের বিরুদ্ধে ২০১২ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর ওই আত্মজীবনী ‘রচনা ও সংকলন’ করে ’ফ্ল্যাট ও টাকা’ নেওয়ার অভিযোগ ওঠার পর এমন পদক্ষেপ নেওয়ার কথা জানাল দুদক। গতকাল রোববার সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা দুদকের নজরে এসেছে। এ বিষয়ে দুদক ইতোমধ্যেই কাজ শুরু করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে। খবর বিডিনিউজের।

পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি প্রতিবেদনের বরাতে শনিবার বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল টোয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ বাগিয়ে নেন সাবেক পুলিশ কর্মকর্তা ও রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। আর এটি রচনা ও সংকলনের জন্য গঠিত তার দলের ১২৩ সহযোগী পান একটি করে ফ্ল্যাট ও এক কোটি টাকা। পুলিশের বিশেষ শাখার (এসবি) নথিতে এমন তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এর ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনাসংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি। যাতে উঠে এসেছে, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত, নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে। কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথিতে দেখা যাচ্ছে বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারী ও তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে।

প্রতিবেদনে বলা হয়, এই আত্মজীবনীর কাজ করে যে ১২৩ জন সদস্য কাজ করেন তারা রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ এক কোটি করে টাকা পেয়েছেন। এর সরাসরি তত্ত্ববাধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বাংলা ও ইংরেজিতে এ আত্মজীবনী প্রকাশ করে, যাতে শেখ মুজিবুর রহমানের ১৯৬৭ থেকে ১৯৬৯ সময়ে কারাগারে আটক থাকার দিনগুলোর পাশাপাশি তার রাজনৈতিক জীবন ও তৎকালীন পূর্ব পাকিস্তানের চিত্র তুলে ধরা হয়েছে। বইটিতে জেল ও জেলের বাইরের জীবন, বাবামা, স্ত্রী, সন্তান ও পবিারপরিজনের কথাও বলেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় ২০১২ সালের ৯ জুলাই এটির মোড়ক উন্মোচন করা হয়। প্রথমে বাংলা ও ইংরেজীতে এটি প্রকাশ করা হয়। পরে আরও অনেক ভাষায় এটা প্রকাশিত হয়েছে। অসমাপ্ত এ আত্মজীবনীর ইংরেজি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম।

আইজিপি হিসেবে অবসরের পর জাবেদ পাটোয়ারীকে ২০২০ সালে আওয়ামী লীগ সরকার সৌদি আরবে তিন বছরের জন্য রাষ্ট্রদূত করে। ২০২৩ সালের তার মেয়াদ আবার বাড়ানো হয়। পরে পট পরিবর্তনের পর নিয়োগ বাতিল করা হলে তার দেশ আসার খবরে মেলেনি।

এদিকে টেলিভিশনে ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রতিবেদন প্রচারের পর বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বির্তক তৈরির প্রেক্ষাপটে এ বিষয়ে তদন্ত চেয়ে দুদককে আইনি নোটিশও দেন ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি বলেন, নোটিশ পাওয়ার পর দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টা ফারুকীর ‘অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার’
পরবর্তী নিবন্ধবসেছিলেন রেললাইনে, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু