রোটারী ইন্টারন্যাশনাল ঘোষিত মেটারন্যাল ও চাইল্ড কেয়ার মাস উপলক্ষে রোটারী ক্লাব অব এনসিয়েন্ট চিটাগং এর প্রেসিডেন্ট রোটারীয়ান এম এ মতিনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুর চিকিৎসার্থে রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ারুল কবির কামরুল, সেক্রেটারী রোটারিয়ান মো. শাহাদাৎ হোসেন, প্রশান্ত কুমার দাস, মো. ফোরকান উদ্দিন, অরবিন্দু চৌধুরী, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খানম, উষা রাণী দেসহ ১১ নম্বর শিশু ওয়ার্ডের কর্তব্যরত কর্মচারীগণ। প্রেস বিজ্ঞপ্তি।