অসচ্ছল নারী উদ্যোক্তাদের মমতার অনুদান

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

সমাজের পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন ও তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অস্বচ্ছল নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসায়িক অনুদান প্রদান করেছে মমতা। সম্প্রতি নগরীর ১৮ জন নারী উদ্যোক্তাকে হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে এসব অনুদান বিতরণ করেন প্রধান অতিথি মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। আন্তর্জাতিক ব্রান্ড লুলুলেমনের সহায়তায় মমতার পরিচালিত ডাব্লিউইডাব্লিউডাব্লিউএলএসডি প্রকল্পের আওতায় প্রত্যেককে ১২ হাজার টাকার চেক অনুদান হিসেবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। প্রধান অতিথি বলেন, মমতা সরকারের সহায়ক শক্তি হিসেবে নারী ক্ষমতায়ন সহ নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। তিনি বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি সাধিত হলে উন্নয়ন সম্ভব এবং মমতা তার পথচলার বিগত ৪ দশক ধরে সবসময় নারীদের উন্নয়নে কাজ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধপাহাড়তলী হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস করার দাবি