অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগ

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে এক অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সৈয়দপুর পৌরসভা অডিটরিয়ামে শ্রী লতা রানী নামে এক নারীকে এই সেলাই মেশিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি৩ এপেক্সিয়ান কামাল পাশা ও ডিস্ট্রিক্ট৭ গভর্নর এপেক্সিয়ান কুতুব উদ্দিন আলো।

এ উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন করেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তার মাধ্যমে লতা রানী আত্মনির্ভরশীল হয়ে নিজের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। প্রধান অতিথির বক্তব্যে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম পান্না বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এপেক্স বাংলাদেশের অন্যতম লক্ষ্য। ‘সেবার মাধ্যমে নেতৃত্ব’্তএই আদর্শকে সামনে রেখে এপেক্স বাংলাদেশ নিয়মিত মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এ সময় এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এপেক্সের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক পরিবহন চালক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধরাসুল (দ.) এর পদাঙ্ক অনুসরণে উভয় জগতের মুক্তি নিহিত