চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে পারা ইসলামের একটি অনুষঙ্গ। আমাদের দেশে নানা শ্রেণি ও পেশার মানুষের বসবাস। তাদের মধ্যে কেউ হতদরিদ্র, কেউ মানবেতর জীবনযাপন করে। এসব দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করাকে আদর্শ হিসেবে মনে করি। আল্লাহর নির্দেশিত পথে ইসলাম, নবীজীর নির্দেশিত পথ ও মানবতার কল্যাণ আমাদের আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মূল কাজ। মানবকল্যাণে অবদান রাখার মধ্যে আমরা নিজেদের গর্বিত মনে করি।
গতকাল শুক্রবার জুমার পর এইচ এম ভবন অডিটরিয়ামে অসচ্ছল ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে সাবেক মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। আলোচনা করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম প্রমুখ। সমাবেশের পর মোহাম্মদ মনজুর আলম সকলকে মানবিক সহায়তার অংশ হিসেবে তৈরি খাদ্য এবং অর্থ দিয়ে সহযোগিতা করেন। পরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ ইউনুস রজভী। মোনাজাতে তিনি দেশ–জাতির কল্যাণ ও সাবেক মেয়রের পরিবার পরিজনের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি কামনা করেন।