অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন ফারিয়া !

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

ছাড়াছাড়ি হতে না হতেই অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন শবনম ফারিয়া! এ নিয়ে বিব্রত জনপ্রিয় এ অভিনেত্রী। এমন বেশকিছু বিবাহের লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশও করেছেন তিনি। সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন মাধ্যম ও মুঠোফোনে এসব প্রস্তাব পান শবনম ফারিয়া। প্রস্তাবে অনেকেই বলছেন, আমাকেই বিয়ে করো। তোমার জন্য অপেক্ষা করছি। যদি দ্বিতীয় করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো। এদিকে রোববার (২৯ নভেম্বর) নতুন করে আরেকটি স্ট্যাটাস দেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো। রোববারের এই স্ট্যাটাস দেয়ার পর থেকেই ফেসবুক থেকে উধাও হয়ে যান শবনম ফারিয়া। ফেসবুক থেকে সরে গেলেও বিবাহের প্রস্তাব থেকে রেহাই পাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেত্রী। প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদল হয় শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপুর। এরপর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজন। সবশেষ চলতি বছরের ২৭ নভেম্বর বিয়ের ঠিক ৬৬৫ দিনের মাথায় বিচ্ছেদ হয় এই দম্পতির। এ ব্যাপারে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। সেখানে ফারিয়া লেখেন, জীবনটা নদীর মতো। কখনো জোয়ার, কখনো ভাটা। কখনো বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধআকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস
পরবর্তী নিবন্ধএকগুচ্ছ নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে