অশ্লীল ছবির ভয় দেখিয়ে লাখ টাকা আদায়, গ্রেপ্তার ৬

| শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

এডিট করা অশ্লীল ছবির ভয় দেখিয়ে গোলাম মোহাম্মদ নামের একজনের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে চাঁদাবাজ চক্র। এ ঘটনায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা পুলিশ চক্রটিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার পাহাড়তলী থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, বুধবার থানা পুলিশের একটি দল পাহাড়তলী এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। খবর বাংলানিউজের
জানা যায়, গত ১৫ মার্চ অভিযুক্ত আসামি মো. শামছুল হক রানা নিজের পরিচয় দিয়ে গোলাম মোহাম্মদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশ ও ব্যবসায়িক ক্ষতি করার হুমকি দেওয়া হয়। গোলাম মোহাম্মদ টাকা দিতে অস্বীকার করলে আসামিরা গোলাম মোহাম্মদের মানহানির উদ্দেশ্যে এডিট করা আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরির ভয় দেখিয়ে ২০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পাহাড়তলী কাজী মসজিদ সংলগ্ন ডিপো থেকে তিন লাখ টাকা চাঁদা আদায় করে। পরবর্তীতে আসামিরা গোলাম মোহাম্মদের কাছ থেকে আরও তিন লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিলে তিনি পাহাড়তলী থানায় একটি মামলা করেন।
পুলিশ গোলাম মোহাম্মদের অভিযোগের পর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. শামসুল হক রানা (২৭), মাহবুব আলম রনি (২৮), মো. মোশারফ হোসেন টুটুল (২৮), মো. আফসার (২৯), মো. সুমন হোসেন প্রকাশ সাদ্দাম (৩০), মো. রাজুকে (২৯) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গোলাম মোহাম্মদের কাছ থেকে শামসুল হক রানা টাকা দাবি এবং গ্রহণ করেন। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদার ১ লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বৈসাবী হবে ঘরোয়া আকারে
পরবর্তী নিবন্ধবাইডেনের আমন্ত্রণ নিয়ে আসছেন জলবায়ু বিষয়ক দূত কেরি