অশ্লীল অঙ্গভঙ্গি করায় সৌদি আরব থেকে বের করে দেয়া হতে পারে রোনালদোকে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৫৫ পূর্বাহ্ণ

সৌদি আরবে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে সৌদি আরব জুড়ে তুমুল দাবি উঠেছে, পর্তুগিজ এই ফুটবলারকে দেশটি থেকে বের করে দেয়ার জন্য। গত মঙ্গলবার আল হিলালের বিপক্ষে খেলতে গিয়েছিলো রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচটিতে ২০ গোলে হেরে যায় তার ক্লাব। একই সঙ্গে রোনালদো নিজেও ভালো খেলেননি। শুধু তাই নয়, উল্টাপাল্টা কান্ড করে বিতর্কের জন্ম দিয়েছেন। হেড করে গোল করতে না পেরে প্রতিপক্ষের ফুটবলারকে গলা জাপটে ধরার জন্য লাল কার্ড দেখতে বসেছিলেন। ম্যাচ শেষে সাইডলাইনে সাজিয়ে রাখা পানির বোতলে লাথি মেরেছেন। এ যাত্রায় বেঁচে গেলেও মাঠ ছাড়ার সময় দর্শকদের কাছ থেকে ‘মেসি মেসি’ দুয়ো ধ্বনি শোনার পর নিজের পুরুষাঙ্গ ধরে যে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন তিনি সে ঘটনা গড়াতে পারে অনেক দূর। সৌদি আরবের অধিকাংশ মানুষই এখন মনে করছেন এ ঘটনায় তাদের দেশ ছাড়তে হতে পারে রোনালদোকে।

যদিও রোনালদোর ক্লাব আল নাসর তার পাশেই দাঁড়িয়েছে। তারা জানিয়েছে কেন রোনাল্ডো ওই অঙ্গভঙ্গি করেছিলেন। তাদের দাবি রোনালদোর কুঁচকিতে ব্যথা রয়েছে। সে কারণেই ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি। আল নাসের বলছে, রোনালদোর ইনজুরি রয়েছে এটাই সত্যি। কোনও সমর্থক অন্য কিছু ভাবতে চাইলে ভাবতে পারে। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে রোনালদোর এমন আচরণ নিয়ে এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বহু মানুষ দাবি করেছেন রোনালদোকে দেশ থেকে বের করে দিতে। এ বছরের শুরুতে ম্যানইউ ছেড়ে সৌদির ক্লাব আল নাসরে যোগ দেন সিআর সেভেন। সৌদি আরবের একজন আইনজীবী নউফ বিন আহমেদ টুইটারে লিখেছেন, তিনি সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে রোনালদোর বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ দাখিল করবেন। নউফ মনে করেন, রোনালদো সাধারণ মানুষের সঙ্গে প্রকাশ্যে অশালীন আচরণ করেছেন যেটি বড় অপরাধ। মজার ব্যাপার রোনালদো বিতর্ক ছড়ালেন আলহিলাল ক্লাবের বিপক্ষে ম্যাচেই। গুঞ্জন আছে এই আলহিলালই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্ত ৮ জনের বিচার শুরুর নির্দেশ
পরবর্তী নিবন্ধহেলিকপ্টারে নয় বিমানে যশোর হয়ে মাগুরায় সাকিব