পথের বাঁকে কৃষ্ণচূড়ার
গাছ হয়েছে লাল
নদীর মাঝি গান ধরে যেই
তুলে নায়ের পাল
আমার ভাইয়ের রক্তমাখা
শার্ট নিয়ে মা বুকে
অশ্রুভেজা চোখ দুটো আজ
পাথর হলো শোকে।
কৃষ্ণচূড়ার গাছে শালিক
এক পা তুলে নাচে
একুশ যেন আনতে সেদিন
ভয় করেনি কাছে।
সন্ধ্যা যখন ঘনিয়ে এলো
ফুটফুটে হয় চাঁদ
শেকল ভাঙার গান শিখিয়ে
নেভায় কালো রাত।