ব্যথার সাগরে ডুবে আমি
চোখের অশ্রু আড়ালে মুছি।
তাই বলে, কোন ব্যথায় হেরে যাইনি।
জয়ী হয়েছি সব পরাজয়কে হারিয়ে আমি।
মাথা নত করিনি কোন কাজে।
জীবনে চলার পথে ঘাত–প্রতিঘাত তো আসবেই।
তাই বলে কি ঠুনকো আঘাতে হেরে যাব আমি।
তা তো হতে দেই নি কখনো আমি।
জয় আসবে দুরন্ত গতিতে
সব বাধা–বিপত্তি ভেঙে চলে যদি
জয়ের বার্তা দিগন্ত চলার অনুপ্রেরণা
ঢেকে দেয় আমার যত ঝড় ঝাপটা
মুহূর্তেই দুরন্ত বেগে।