অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে

সীতাকুণ্ডে শঙ্করমঠ ও মিশনের শতবর্ষ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আইন মানে না বলেই বিএনপি লাগামহীন কথা বলছে

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

এদেশে সকল ধর্মাবলম্বীরা সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করে আসছে। এটি সহ্য করতে না পেরে একটি মহল দেশের সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টসহ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা ধর্মের দোহায় দিয়ে অপকর্মে লিপ্ত রয়েছে তারা দেশ ও জাতির শত্রু। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হচ্ছে আইন-আদালত কোন কিছুরই দরকার নেই, সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। আসলে নিজেরাতো কোন আইন আদালত মানেন না, সেই কারণেই তারা এধরনের লাগামহীন ও দায়িত্বহীন কথা বলতে পারেন। তাহলে সরকারকে জজকোর্ট, হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের ভূমিকাও পালন করতে হবে কিনা এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, সীতাকুণ্ড মহাতীর্থ শুধু বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নয়, এটি ভারতবর্ষেও সমস্ত সনাতন সম্প্রদায়ের প্রধান তীর্থ ক্ষেত্র। এখানে চন্দ্রনাথ মন্দিরের চূঁড়ায় উঠতে ক্যাবল তার স্থাপন করার জন্য আমি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি। কেবল তার স্থাপন হলে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের কষ্ট লাঘব হবে। স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও প্রফেসর কেশব কুমার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক উত্তম চৌধুরী, শ্রী অজিত কুমার শীল, সঞ্জয় প্রসাদ মল্লিক, বিমল চন্দ্র নাথ, কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, দুলাল চন্দ্র দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশক্তির প্রয়োজনে চাঁদে পরমাণু চুল্লি বসাবে নাসা
পরবর্তী নিবন্ধচলছে শুটকি উৎপাদন