দক্ষিণ রাউজানের গঙ্গামন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রাউজানের সকল ধর্মবর্ণের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই শুভদিনে আমাদের ভ্রাতৃত্ববোধ ও ঐক্য অটুট রাখার শপথ নিয়ে গড়ে তুলতে হবে দেশদ্রোহী ও সকল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ। গতকাল শুক্রবার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন রাউজান জন্মাষ্টমী পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস। দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদের সভাপতি শ্যামল পালিত, রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ এ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত। মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, ওসি আবদুল্লাহ আল হারুন, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোহাম্মদ সরোয়ার, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমদ, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, দক্ষিণ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, রাউজান জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে, সুবাস দে, কমল চক্রবর্তী, তপন ঘোষ, ধনামালাকার, অজিত বিশ্বাস, রুবেল বৈদ্য প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি সমবেত নারী পুরুষের সাথে শোভাযাত্রায় যোগ দেন।