অশুভ ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন শিশুসাহিত্যিকরা

শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের সমাপনীতে কবি আসাদ মান্নান

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ মান্নান বলেছেন, সকল অশুভ ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন শিশুসাহিত্যিকরা। শেখ রাসেলের জন্মদিনকে ঘিরে চট্টগ্রামে ছয়দিনের শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব সেই লড়াইয়ের একটি অংশ। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির আয়োজনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের গতকাল বুধবার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাবিপ্রবির উপাচার্য ড. সেলিনা আখতারের সভাপতিত্বে এবং বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন কবি অভীক ওসমান, কবি সানাউল হক, কলকাতার প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক কবি প্রাবন্ধিক মোশতাক আহমেদ, কাজী রুনু বিলকিস, রেজাউল করিম স্বপন ও অধ্যক্ষ মো. মাজহারুল হক। এর আগে বিকেল সাড়ে ৪টায় শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর রীতা দত্ত। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সাবেক সভানেত্রী জিনাত আজম, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, শিশুসাহিত্যিক সৈয়দ জিয়াউদ্দিন, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, স্লোগাননিউজডটকম এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এটিএম শহীদুল্লাহ শহীদ, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান। বিকেল সাড়ে ৫টায় ছাড়াকার উৎপলকান্তি বড়ুয়ার সভাপতিত্বে শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠে অংশ নেন সঞ্চয় কুমার দাশ, সত্যজিৎ দাশ কাঞ্চন, সরওয়ার আরমান, সরিৎ চৌধুরী সাজু, সাইফুল্লাহ কায়সার, সাইমুন পাশা মামুন, সাইয়্যেদা জয়নাব শিউলী, সাবেরা শারমিন, সালাম সৌরভ, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুচিত্রা ভট্টাচার্য, সুব্রত কুমার নাথ, সুমি ভট্টাচার্য, সুমি দাশ, সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ, সৈয়দ আহমদ বাদল, সৈয়দা ডালিয়া, সৈয়দা সেলিমা আক্তার, সোমা মুৎসুদ্দী, সৌভিক চৌধুরী, স্মরণিকা চৌধুরী, হাসানুল ইসলাম, হুমায়ুন আবিদ, হেলাল চৌধুরী।

রাত ৮টায় সমাপনী অনুষ্ঠান ও শুভেচ্ছা পর্বে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া। এতে অংশ নেন, মুহাম্মদ মুজিবুর রহমান, শিশির দত্ত, অধ্যাপক মুহাম্মদ ইসহাক, সাইফুল আলম বাবু, শামসুল কবির লিটন, পরিমল ধর, রেজাউল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক শিশুসাহিত্যিক রাশেদ রউফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ
পরবর্তী নিবন্ধবর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিরাপদ : পেয়ারুল