অশান্ত হৃদয়ের নীরব কান্না

নাজমে নওরোজ | শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

নীড় হারা পাখি আমি ভাবনার জগতে বিচরণ আমার,
ক্লান্ত পথিকের মতো ভীষণ ক্লান্ত হয়ে,
বসে আছি একাকী, নির্জনে, বেদনার বালুচরে।
গভীরতার আরো গভীরে ভালোবেসে,
রঙিন জীবনের মিথ্যা প্রতিজ্ঞায়,
ডুবন্ত সূর্যের কাছে সঁপেছি জীবন,
করেছি সঙ্গী আঁধারের কালিমা কে।
ভালোবাসা হারিয়ে ভিখারী আমি,
শূন্যতার নোনা জলে তৃষ্ণা মেটাই।
খোলা চোখে ঘুমিয়ে কাটাই, নীরব নিস্তব্ধ রাতে।
অনুভবের রংধনুর মাঝে,
স্বপ্ন আছে, সত্য আছে, ভরসা আছে, বিশ্বাস আছে,
আছে অভিমান, আছে মন দেয়া নেয়ার স্বর্গীয় স্বাদ।
যৌবনের উন্মাদনায় ভালোবাসার তীব্রতায়,
আমিও হারিয়েছিলাম মন, পেয়েছিলাম ভরসা।
বুঝতে পারিনি, ‘মন’ দিয়ে পাওয়া ভরসার প্রতীজ্ঞায়,

ছিলো শুধু অভিনয়,
কষ্ট আর মিথ্যার সমঝোতা।

ভালোবেসে গড়া ঘর যদি,
নিছক স্বপ্নহীন খেলাঘর হয়,
তবে কেন এই মিছে ভালোবাসা?
কেন একাকীত্বের বেদনার কাছে,
নিজেকে সমর্পিত করা?

কেন হতাশার পাহাড়ে হাঁটু গেড়ে বসে,
মরণের অপেক্ষায় প্রহর গোনা?
অভিশপ্ত জীবনের কারাগারে,
ভালোবাসার অপরাধে বন্দী আমি।

বুকের তীব্র ব্যথার অসহ্য যন্ত্রণায়,
নীরব আর্তনাদে বোঝাপড়া করি মনের সাথে।
পরাজিত সৈনিকের মতো শংকিত চোখে,
অপেক্ষা করি অজানা ভবিষ্যতের।
ভালোবাসার বিনিময় যদি হয়
জীবন্ত মরণ যাত্রা,
তবে কেন এই মিছে ভালোবাসা?
কেন এই মিথ্যে দেনা পাওনা?

পূর্ববর্তী নিবন্ধউদ্যম ও মনন
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পদ্ধতি : পর্যালোচনা ও প্রস্তাব