টানা দুই দিন ধরে ছাত্র–যুবাদের বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নতুন প্রধানমন্ত্রী কে হবেন এ প্রশ্নে এখন সবার নজর রাজধানী কাঠমাণ্ডুর মেয়র ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ ওরফে বলেন এর দিকে। অনলাইন প্রচারকারীরাও তাকেই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করছে বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা এনডিটিভি। খবর বিডিনিউজের।
এক ফেসবুক পোস্টে কাঠমান্ডুর মেয়র বলেন, আন্দোলনটি ‘জেন জি’ দের অর্থাৎ, ২৮ বছরের কম বয়সীদের হওয়ায় এতে তিনি সামিল হতে পারছেন না। তবে তিনি বিশ্বাস করেন ছাত্র–যুবা বিক্ষোভকারীদের কণ্ঠ শোনা উচিত। পোস্টে তিনি লেখেন, ‘আমি তাদের (আন্দোলনকারী) ইচ্ছা, লক্ষ্য এবং ভাবনার কথা জানতে চাই।’ এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার না–করার জন্য তিনি নেপালের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।
সশরীরে হাজির না–থাকলেও আন্দোলনকে ‘পূর্ণ সমর্থন’ জানান বলেন্দ্র। পরে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রেন্ডিং ফিগার’ হয়ে ওঠেন বলেন্দ্র। এঙে কেউ কেউ বলেন্দ্রকে নেতৃত্ব নেওয়ার আহ্বানও জানান।
২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ৬১ হাজার ভোটে জয়ী হন তিনি। প্রতিষ্ঠিত দলগুলোর রাজনীতিবিদদের হারিয়ে নেপালের অনেককেই চমকে দিয়েছিলেন তিনি। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম বলেন্দ্রের। নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি। পরে উচ্চশিক্ষা নিয়েছেন ভারতের বিশ্ববিদ্যালয় থেকে। নেপালে র্যাপার এবং সুরকার হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। নিজের সুরারোপ করা গানেও দুর্নীতি এবং আর্থিক বৈষম্য নিয়ে বিদ্রুপ করেছেন বলেন্দ্র। র্যাপার হিসাবে পাওয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। করেন জয় লাভও।